নিজস্ব প্রতিবেদন : পূর্ব ভারতের দিকে এগিয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত্যের কারণে তাণ্ডব দেখবে বাংলা। শীতের বিদায় বেলায় যেভাবে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস (Weather Update West Bengal) দেওয়া হয়েছে তাতে তাকে তান্ডবের থেকে কম কিছু বলা যায় না। ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যাবেলায় দক্ষিণবঙ্গের (South Bengal) হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়ার বেশ কিছু জেলায় তাণ্ডব লক্ষ্য করা গিয়েছে।
মঙ্গলবার রাতের পর বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এমন তাণ্ডব লক্ষ্য করা যাবে বলে অফিসের তরফ থেকে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, সবকিছুই লক্ষ্য করা যাবে শীতের বিদায় বেলায়। মূলত বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে প্রবেশ করার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২১ এবং ২২ ফেব্রুয়ারি। এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ২১ ফেব্রুয়ারি শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে এবং ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের যে সকল জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের প্রবণতা রয়েছে সেই সকল জেলাগুলি হল মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে।
এখন যদি দক্ষিণবঙ্গের দিকে তাকানো যায় তাহলে বলা যায় উত্তরবঙ্গের পাশাপাশি ২১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।