নিজস্ব প্রতিবেদন : কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পেয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও পর্যন্ত যতবার তলব করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে হাজিরা দিতে দেখা গিয়েছে, সে দিল্লি হোক অথবা কলকাতার সিজিও কমপ্লেক্স। তবে তার হাজিরা দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের শেষ নেই।
বিতর্কের পাশাপাশি যতবার অভিষেক ব্যানার্জি হাজিরা দিতে গিয়েছেন ততবার একটি জিনিস নিয়ে তৈরি হয়েছে, কৌতুহল আর সেটি হল পোশাক। লক্ষ্য করলে দেখা যাবে এর আগে পর্যন্ত যতবার অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দিতে গিয়েছেন ততবার কালো পোশাক পরে গিয়েছেন। টি শার্ট হোক অথবা শার্ট, সবেতেই কালো রংয়ের দেখা মিলেছে। এই নিয়ে নানান আলোচনা পর্যালোচনা হয়েছে। অনেকে কালো পোশাক পরার পিছনে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা রয়েছে বলেও দাবি করেছেন।
কিন্তু উল্লেখযোগ্য ভাবে বৃহস্পতিবার যখন অভিষেক ব্যানার্জি ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে যান তখন দেখা যায় তার পোশাকে এসে গেছে বদল। এবার আর তিনি কালো পোশাক নয়, বরং সাদা ধবধবে পোশাক পরে তদন্তকারী সংস্থার আধিকারিকদের সামনে হাজির হন। পোশাকের রং কালো থেকে সাদায় বদলে যাওয়ার পর আবার নতুন করে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে কেন এবার অভিষেক কালোর পরিবর্তে সাদা পোশাক পরে হাজিরা দিলেন?
পোশাকের রং নিয়ে এই কৌতুহল অবশ্য এর আগেরবারই দূর করে দিয়েছিলেন অভিষেক। কেননা সেবার এক সাংবাদিক ঠাট্টার মেজাজে প্রশ্ন করেছিলেন অভিষেকের কালো পোশাক নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, সেরকম কোনো বিষয় নেই। তবে তিনি কালো আর সাদা ছাড়া অন্য কোন রঙের পোশাক পরেন না। এই দুই রংয়ের পোশাক পরতেই তিনি ভালবাসেন।
এমনকি সেদিনের উত্তরে হাসির ছলেই অভিষেক জানিয়েছিলেন, আপনারা যখন বলছেন তখন পরের বার সাদা পোশাক পরে আসব। কাকতালীয়ভাবে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় অভিষেক সাদা পোশাক পরেই যান। অভিষেক ব্যানার্জীর আগের বারের উত্তর এবং এবারের সাদা পোশাকের পরিপ্রেক্ষিতে স্পষ্ট, পোশাকের রং নিয়ে যে সকল জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বিষয় সামনে এসেছিল তা হয়তো তার কাছে কতটা গ্রহণযোগ্য নয়। কেবল তিনি তার পছন্দের ওপর ভর করেই সাদা অথবা কালো রঙের পোশাক পরে থাকেন।