সিবিআই, ইডি ডাকলেই অভিষেক কালো পোশাক পরে হাজির! কী রয়েছে রহস্য

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম একটি মুখ। এমনকি তিনি আগামী দিনে তৃণমূল দল সামলাবেন তা নিয়ে কোন সংশয় নেই। আবার বিরোধীরা তো বারবার দাবি করে আসছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মুখ্যমন্ত্রী করার জন্য উঠেপড়ে লেগেছেন।

তবে এহেন একজন প্রভাবশালী রাজনীতিকের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতির মতো কাণ্ডে। এই সকল কাণ্ডে নাম জড়ালেও এখনো কিছু প্রমাণিত হয়নি এবং বারবার ইডি সিবিআই তলব করলেও অভিষেক ব্যানার্জি সদর্পে দাবি করে থাকেন, কোন কিছুতেই তিনি যুক্ত নন এবং যতই তলব করা হোক কেউ কিছু করতে পারবে না। পাশাপাশি বিষয়টিকে তিনি পুরোপুরি ভাবে রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করেন।

তবে সে যাই হোক এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জি তিনবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তলব পেয়ে হাজিরা দিয়েছেন। ৬ সেপ্টেম্বর ২০২১ প্রথম বার তিনি দিল্লিতে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার কয়লা কাণ্ডে ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন। ২১ মার্চ ২০২২ দ্বিতীয়বারের জন্য ইডি আধিকারিকদের মুখোমুখি হন। এরপর ২০ মে ২০২৩, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হন।

উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রত্যেকবারেই তাকে দেখা গিয়েছে কালো পোশাক পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হতে। কখনো কালো হাফ শার্ট, কখনো কালো হাফহাতা টি শার্ট, আবার কখনো কালো ফুল শার্ট। প্রশ্ন হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হলেই অভিষেক ব্যানার্জি কালো পোশাক পরে হাজির হন? এর পিছনে কি কোন রহস্য লুকিয়ে রয়েছে?

আরও পড়ুন : অভিষেক-কুন্তলের জরিমানার ৫০ লক্ষ টাকা কোন কাজে লাগাবে আদালত! জানলে স্যালুট জানাবেন

জ্যোতিষীদের থেকে এই বিষয়ে জানা গিয়েছে, “শনির রঙ কালো। শনি দেবের পছন্দের রং হলো কালো। এক্ষেত্রে কারো যদি শনির দশা থাকে অথবা শনির রোষানলে থাকেন তাহলে তিনি কাল পোশাক পরলে শনির কোপ থেকে মুক্তি পান। এটি জ্যোতিষ শাস্ত্র বলছে এবং জ্যোতিষীদের তরফ থেকে দাবি করা হয়েছে এটি পরীক্ষিত সত্য।”

আবার দেশ-বিদেশের নামিদামি ফ্যাশন ডিজাইনাররা বলে থাকেন, “Black is always elegant. It is the most complete color in the whole world, made of all the colors in the palette.” এই সকল দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, অভিষেকের বারবার কালো পোশাক পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে হাজির হওয়া নিছকই কাকতালীয় বিষয় নাকি জ্যোতিষ শাস্ত্র! পাশাপাশি কৌতুহল থাকবে আগামী দিনে কি পোশাক দেখান অভিষেক ব্যানার্জি।