কেন সব রেলস্টেশনের নাম হলুদ বোর্ডে কালো রঙ দিয়ে লেখা থাকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত তথা বিশ্বের গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো রেল পরিষেবা। আর এই রেল পরিষেবার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অজানা গল্প। ভারত তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের রেল পরিষেবার সঙ্গে এই ধরনের ইতিহাস এবং গল্প জড়িয়ে রয়েছে। যে সকল ইতিহাস এবং গল্প আশ্চর্য করে দেওয়ার মতোই।

Advertisements

সেই রকমই একাধিক গল্প ভারতীয় রেল পরিষেবার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই সকল বিভিন্ন গল্পের মধ্যে একটি বিষয় হল, প্রতিটি রেলস্টেশনের নাম হলুদ বোর্ডে কালো রঙে কেন লেখা থাকে? নিয়মিত এই জিনিষটি চোখে পড়লেও অনেক ক্ষেত্রে আমরা ভেবে দেখি না অথবা এর কারণ জানিনা। কিন্তু এর পিছনে রয়েছে নির্দিষ্ট একটি কারণ।

Advertisements

প্রতিটি রেলস্টেশনে সেই রেল স্টেশনের নাম মূলত হলুদ বোর্ডে কালো রং দিয়ে লিখে রাখার কারণ হলো, হলুদ রং খুব সহজে চোখে পড়ে। আবার হলুদের উপর কালো রং দিয়ে লেখা থাকলে তা আরও সহজে চোখে পড়ে। যে কারণে চালকরা খুব সহজে দূর থেকে কোন স্টেশন আসছে তা বুঝতে পারেন।

Advertisements

অন্যদিকে হলুদ রং ছাড়াও লাল রং চট করে চোখে পড়ে। কিন্তু হলুদ রংই কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ হলো হলুদ রং সহজেই চোখে পড়লেও লাল রঙের মতো চাপ সৃষ্টি করে না। যে কারণেই হলুদ রং ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি হলুদ রং মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

যে কারণে স্কুল বাসের রং হলুদ করা হয়ে থাকে। কারণ তাতে দূর থেকে বোঝা যায় স্কুল বাস আসছে। আবার রেলের ক্ষেত্রে স্টেশনের নাম লেখার বোর্ডে লাল রঙ ব্যবহার না করার আরও একটি কারণ হলো, বিপদ নির্দেশ করার জন্য রেল লাল রং ব্যবহার করে থাকে।

Advertisements