Auto Rickshaw: বাড়তি রোজগার না অন্যকিছু, অটো চালকরা সিটের মাঝখানে কেন বসেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Why all auto rickshaw drivers sit one of its seat: অটো রিকশা (Auto Rickshaw) হল ভারতের যাতায়াতের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এই অটোয় চেপে স্কুল-কলেজ-অফিসের উদ্দেশে রওনা দেন। সাধারণ মধ্যবিত্তের কাছে দ্রুত গন্তব্যে পৌঁছনোর অন্যতম ভরসা হলো অটো, তেমনই আবার শত শত মানুষের রুটিরুজি নির্ভর করে এই ৩ চাকা বাহনের উপরেই। কিন্তু অটোতে বসার সময় একটা বিষয় সবাই নিশ্চই খেয়াল করেছেন, প্রায় অধিকাংশ অটো চালকই সিটের মাঝখানে অটো চালান না। বেশিরভাগ সময় সিটের একদম ধারে গিয়ে অটো চালাতে দেখা যায়।

Advertisements

যাত্রীদের অনেকেই মনে করেন যে, আরো একজন বাড়তি প্যাসেঞ্জার তোলার জন্যই এই কাজ করেন তারা। যদিও অটো (Auto Rickshaw) চালকদের জিজ্ঞেস করলে তারাও সেই একই কথাই বলেন। কিন্তু এই অদ্ভুত অভ্যাসের পিছনে রয়েছে আরও একাধিক কারণ। এক অটো ড্রাইভার বলেন যে, যখন কেউ অটো চালানো শেখায় সে সিটের মাঝখানে বসে থাকে। দক্ষতার সঙ্গে কী ভাবে রাস্তায় অটো চালাতে হয় তা চালকদের রপ্ত করানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়। সেইজন্য অটো চালকদের রাস্তার ডান দিকে বা বাম দিকে সরে অটো চালাতে দেখা যায়।

Advertisements

এই বিষয়টি কিন্তু আক্ষরিক অর্থে বেশ মজাদার। ভারতে চিরকালই অটো (Auto Rickshaw) আধিপত্য অনেকদিনের। জানেন কি বিদেশিনীরা এই অটোকে টুকটুক বলে ডাকে? তারাও কিন্তু এইরকম দৃশ্য দেখে হতভম্ব। বিশেষ করে কলকাতা সহ দেশের বহু জায়গাতেই অটো চালকদের মধ্যে এই অভ্যাস দেখা যায়। কেনো করে তারা এই আচরণ? কারণ অনুসন্ধান করতে গিয়ে একাধিক অটো চালকদের বিষয়টি জিজ্ঞেস করা হয়। কেউ কেউ আবার বলেন, মাঝখানে যদি বসা হয় তাহলে ইঞ্জিন থেকে অত্যধিক তাপ বের হয়। তাই তারা গরম থেকে বাঁচতে এই উপায় অবলম্বন করেছেন।

Advertisements

আবার অনেকেই বলেছেন যে, কোনো এক সময় অটোর ডিজাইন আলাদা ছিল। অটোতে যে হর্ন ব্যবহার করা হতো তার অবস্থান ছিল অটোর বাইরে। হাত বাড়িয়ে তারপর সেই হর্ন বাজাতে হত। সেই কারণেই এরকম করা হয়। কিন্তু বেশিরভাগ চালকরাই বলেছেন, অতিরিক্ত জায়গা তৈরি করার জন্য তারা এই পদ্ধতিতে অটো চালান।

আসলে চালকরা একই কথা বেশিরভাগ বলেছেন যে, অটোর পিছনের সিট ফুল হয়ে গেলে সামনে যাতে অতিরিক্ত প্যাসেঞ্জার বসানো যেতে পারে তার জন্য এই কাজ করেন তারা। বর্তমানে প্রায় বেশিরভাগ অটো চালকরাই এমন ভাবে অটো চালাতেই অভ্যস্ত। ভিড় ট্রাফিকের মধ্যে এক ইঞ্চি না সরেও দুরন্ত গতিতে অটো নিয়ে ছোটে তারা। কিন্তু নিয়ন্ত্রণ থাকে তাদের হাতের মুঠোয়। সরে বসলেও অটো চলে বহাল তবিয়তে। ভারতীয় অটো চালকদের এই দক্ষতা সত্যি দেখার মতো।

Advertisements