কেন চীনা অ্যাপ ব্যবহার ভারতীয়দের জন্য বিপদজনক, কি বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : চীনা অ্যাপ্লিকেশন তৈরি করা সংস্থাগুলির জন্য ভারতীয় বাজার হলো খুবই জনপ্রিয় ও লাভজনক। TikTok থেকে শুরু করে UC ব্রাউজার, Helo অ্যাপ সহ অন্যান্য অজস্র অ্যাপ রয়েছে যেগুলি ভারতে খুবই জনপ্রিয়তা পেয়েছে। যাইহোক এই সকল অ্যাপ ব্যবহার ভারতীয়দের জন্য খুবই বিপদজনক হতে পারে, এমনই তথ্য উঠে আসছে বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী। এমনই কিছু সমীক্ষার বিস্তারিত বিবরণ আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে।

অযাচিত অনুমতি চাওয়া : আমাদের মোবাইলে থাকা বেশ কিছু চাইনিজ অ্যাপ অযাচিতভাবে অনুমতি চেয়ে থাকে ক্যামেরা, মাইক্রোফোন অথবা লোকেশন ইত্যাদির। সমীক্ষায় এমনই বিপদজনক তথ্য উঠে এসেছে। Helo, Shareit অথবা UC ব্রাউজারের মত ১০ থেকে ৬ টি জনপ্রিয় অ্যাপ যারা এমন অনুমতি চেয়ে থাকে। অথচ এইগুলি তাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। পুনের অর্ক কনসালটিং-এর সহ-প্রতিষ্ঠাতা সন্দীপ রাও জানিয়েছেন, “এমন ঘটনা বিশ্বের ৫০টি জনপ্রিয় অ্যাপের দ্বারা যে অনুমতি চাওয়া হয় তার থেকেও ৪৫ শতাংশ বেশি।”

লোকেশন অনুমতি : দেখা গিয়েছে অধিকাংশ চাইনিজ অ্যাপ ব্যবহারকারীর লোকেশন অনুমতি চায়। অর্ক কনসাল্টিং-এর আরও এক সহ-প্রতিষ্ঠাতা শিবাঙ্গী নাদকর্ণি এবিষয়ে জানিয়েছেন, “UC ব্রাউজার ব্যবহারকারীদের লোকেশন অনুমতি চায়। যাতে করে তারা বুঝতে পারে ব্যবহারকারী কোন জায়গা থেকে সার্চ করছেন। কিন্তু এমন অনুমতি সেই সকল অ্যাপের ক্ষেত্রে প্রয়োজন যারা ক্যাব সার্ভিস অথবা ফুড ডেলিভারির জন্য ব্যবহৃত হয়। UC ব্রাউজারের এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে কি কাজ আছে?”

কোন অ্যাপ কোন দেশে ব্যক্তিগত তথ্য পাঠায়

সমীক্ষায় দেখা গিয়েছে এইসকল অ্যাপগুলি বিদেশের ৭টি এজেন্সিকে ব্যক্তিগত তথ্য প্রেরণ করে থাকে। সমীক্ষায় দেখা গেছে ৬৯ শতাংশ ব্যক্তিগত তথ্য পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। রিপোর্ট অনুযায়ী TikTok চায়না টেলিকম মোবাইল সংস্থাকে তথ্য পাঠিয়ে থাকে। একইভাবে Vigo Video তথ্য পাঠিয়ে থাকে Tencent সংস্থাকে। Beauty Plus তথ্য পাঠায় Meitu এবং QQ কে, UC ব্রাউজার তথ্য পাঠিয়ে থাকে Alibaba সংস্থাকে।

গুপ্তচরবৃত্তি করার অভিযোগ

চিনা এই অ্যাপগুলির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৭ সালে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি 42 টি অ্যাপের তালিকা প্রকাশ করেছিলেন যেগুলি ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছিল। এই ৪২ টি অ্যাপ চাইনিজ ডেভলপাররা তৈরি করেছেন অথবা তাদের সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল ভারতীয় সেনা ও আধা সেনাদের। বলা হয়েছিল এই অ্যাপগুলির মাধ্যমে গুপ্তচরবৃত্তি করা হতে পারে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণার হতে পারে

সদ্য Upstream এর রিপোর্ট অনুযায়ী Snaptube নামক জনপ্রিয় চাইনিজ অ্যাপ ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। রিপোর্টে বলা হয়েছে এই অ্যাপটি ব্যবহারকারীদের কোনরকম সম্মতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবার জন্য সাইন-আপ করে দেয়। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে নানান অন্যান্য অ্যাপ ডাউনলোড করাতে এবং বিজ্ঞাপনা ক্লিক করাতে বাধ্য করে। রিপোর্ট অনুযায়ী গত বছর ৭ কোটির বেশি ফ্রড ট্রানজেকশন হয়েছে এই অ্যাপের মাধ্যমে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ভারত ও চীনা সেনাদের সংঘাতের পর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি আরও ৫২ টি চাইনিজ অ্যাপের তালিকা কেন্দ্রকে তুলে দেয়, এই অ্যাপগুলিকে ব্যবহার না করার জন্য। আর এই ৫২ টি অ্যাপের তালিকায় রয়েছে ভারতে বিপুল জনপ্রিয় চাইনিজ অ্যাপ TikTok থেকে শুরু করে UC ব্রাউজার।