Arijit Singh on Pagdi: স্টাইল নাকি অন্যকিছু! হঠাৎ কেন পাগড়ি পরা শুরু করলেন অরিজিৎ

Why did Arijit Singh suddenly wear a turban: অরিজিৎ সিং এর যাত্রা প্রথম শুরু হয়েছিল ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ নামক রিয়্যালিটি শো দিয়ে। তিনি কিন্তু এই শোতে জিততে পারেন নি তবে কোটি কোটি ভারতীয়র মনে নিজের জায়গা করে নেন। ফেম গুরুকুলের অরিজিৎ সিং এবং আজকের অরিজিৎ সিং এর মধ্যে বিশাল পার্থক্য। সম্প্রতি পারফর্ম করা অরিজিৎ সিংয়ের মধ্যে সবথেকে বড় পরিবর্তন হলো পাগড়ি (Arijit Singh on Pagdi)।

প্রথম ২০২১ সালে ৬ জুন একটি অনলাইন কনসার্টে তাকে পাগড়ি পরে দেখা গিয়েছিল। ১৯ মে ২০২১ সালে নিজের মাকে হারিয়েছিলেন তিনি। অরিজিৎ সিং এর মা করোনাতে আক্রান্ত হন। চিকিৎসকদের সাহায্যে এই সংক্রামক ভাইরাসের হাত থেকে মাকে রক্ষা করতে পারলেও সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। আর তাতেই মৃত্যু হয় অরিজিৎ এর মায়ের।

ঠিক তারপরই তাঁর লুকে অন্যতম পরিবর্তন দেখা দিল যা হলো পাগড়ি (Arijit Singh on Pagdi)। এরপর থেকে তাঁকে সবসময়ই পাগড়ি পরে দেখা যায়। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, অরিজিৎ সিংয়ের মা বাঙালি এবং বাবা হলেন শিখ। তার পরিবারে অনেকেই পাগড়ি পরেন। তিনিও এবার সেই পথেই চলেছেন। মুম্বই ছেড়ে নিজের জন্মস্থান মুর্শিদাবাদেই থাকেন অরিজিৎ সিং। সেখানেই সন্তানদের ভর্তি করেছেন স্কুলে।

পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তিনি। সবথেকে আশ্চর্যের হলো অন্যান্য অভিভাবকদের মতো স্কুলের বাইরে অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও মুর্শিদাবাদে থাকলে তিনি নিজের স্কুটি নিয়ে সফর করতে ভালোবাসেন। সম্প্রতি কিন্তু বাদশাও এসেছিলেন মুর্শিদাবাদে। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মতো তাকেও দেখা গেছে স্কুটি নিয়ে ঘরে বেড়াতে। ফেম গুরুকুলে তিনি জয়ী হতে পারেন নি কিন্তু বর্তমানে তিনি হলেন বলিউডের অন্যতম হিট গায়ক। জওয়ান থেকে শুরু করে পাঠান, ব্যাক টু ব্যাক মেগাহিট সিনেমাতে গান গেয়েছেন অরিজিৎ।

আশা করা জয় তাকে দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও। ৪ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। অরিজিৎ বাদে সেখানে থাকবেন আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, প্রমুখরা। এছাড়াও, শংকর মহাদেবন অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি থাকবেন বলি তারকা বরুণ ধাওয়ান, রণবীর সিং, তামান্না ভাটিয়ারাও।