তৃণমূল, বিজেপি থেকে ডাকলেও এই কারণে অভিষেক পা রাখেননি রাজনীতিতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গ রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো টলিউড যোগ। বছরের পর বছর ধরে রাজনীতির সঙ্গে টলিউডের যোগ লক্ষ্য করা যায়। তবে এই যোগ আরও ত্বরান্বিত হয় তৃণমূলের আমলে। তৃণমূলের আমলে বহু বলিউড তারকাদের রাজনীতিতে আসতে লক্ষ্য করা যায়।

Advertisements

বিজেপির ক্ষেত্রেও টলিউড তারকাদের যোগ লক্ষ্য করা গেছে। সেইরকমই সদ্য প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জী তৃণমূল, বিজেপির তরফ থেকে ডাক পেয়েছিলেন। কিন্তু সেই ডাকে তিনি সাড়া দেননি এবং রাজনীতিতে যাননি। তার রাজনীতিতে পা না রাখার মূলে রয়েছে অদ্ভুত এক কারণ।

Advertisements

নোংরা রাজনীতিতে পা না রাখার কারণ হিসাবে সদ্য প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জী জানিয়েছেন, ‘একবার নয় অনেকবার রাজনৈতিক দলগুলি অভিষেককে ডেকেছিল রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। তৃণমূল ডেকেছিল। বিজেপি থেকেও বারবার ডাকা হয়েছিল। কিন্তু অভিষেক সেই সকল ডাকে বারবার উত্তর দিয়েছিল, রাজনীতিতে জয়েন করবে না।’

Advertisements

সংযুক্তা চ্যাটার্জির কথা অনুযায়ী, রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অভিষেক মনে করতেন পরিবারে শান্তি থাকবে না। রাজনীতি অত্যন্ত নোংরা জায়গা বলে মনে করতেন অভিষেক। অভিষেক মনে করতেন রাজনীতিতে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। এইসকল কারণেই তিনি কোনমতেই রাজনীতিতে যোগ দিতে চাইতেন না।

এর পাশাপাশি সংযুক্তা চ্যাটার্জী জানিয়েছেন, তাতে সদ্য প্রয়াত এই অভিনেতা অভিষেক চ্যাটার্জী অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনি মনে করতেন রাজনীতিতে যোগ দিলে মানসিক শান্তি কেড়ে নেবে। নিজের পরিবার নিয়েই খুশি ছিলেন তিনি। তার কাছে শান্তিই ছিল সবচেয়ে প্রিয়।

Advertisements