Why does the train run at the highest speed at night: ২০র দশক থেকে রেল পরিষেবা আমাদের দৈনন্দিন জনজীবনকে ব্যাপক ভাবে প্রভাবিত করে আসছে। একসময় স্থলপথের বিশেষ করে দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে রেলপথই ছিল একমাত্র ভরসা। আমরা প্রত্যেকে কখনো না কখনো রেল পরিষেবা গ্রহণ করে থাকি। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন দিনের চেয়ে তুলনামুলকভাবে ট্রেন রাতে বেশি জোরে (Train Speed) ছোটে। এর নির্দিষ্ট কিছু কারণ আছে। আপনি যদি স্বল্প দৈর্ঘ্যের জন্য ট্রেন যাত্রা করে থাকেন তাহলে, আপনি এই বিষয়টি লক্ষ্য নাও করতে পারেন কিন্তু যারা দীর্ঘ পথ অতিক্রম করার জন্য রেল পরিষেবা গ্রহণ করে থাকে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত হবেন নিশ্চয়ই।
দূরপাল্লার ট্রেনগুলির গতিবেগ (Train Speed) দিনের তুলনায় রাতে অনেক বেশি থাকে। ট্রেন যদি নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলে তাহলে সেই লেট মেকআপ করা হয় রাতের বেলাতেই। কারণ,
1. রাতে রেললাইনের উপর কোনো রকম মেইন্টেনেন্সের কাজ হয় না। ফলে, রেললাইন ক্লিয়ার থাকে। আর তাই দূরপাল্লার ট্রেন গুলি জোরে (Train Speed) চালালেও কোন অসুবিধা হয় না।
2. রাতে একটি নির্দিষ্ট সময়ের পর লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, দূরপাল্লার ট্রেন গুলি রাতে জোরে (Train Speed) চালালেও কোন অসুবিধা হয় না ।
3. রাতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে ফলে ট্রেনের চাকা ও রেল লাইনের ট্র্যাকের সাথে ঘর্ষণের পরিমাণ কমে যায়। এর ফলে, ট্রেনের গতিবেগ (Train Speed) বাড়াতে কোন অসুবিধা হয় না।
4. কিছু ক্ষেত্রে দেখা যায় রেলের নিয়ম না মেনেই রেললাইন পারাপার করতে থাকে মানুষ। কিছু এলাকায় গবাদি পশু বা বন্য পশু রেললাইনের উপর যত্র তত্র ঘুরে বেড়ায়। এছাড়াও, স্টেশন চত্তর গুলিতেও যথেষ্ট পরিমাণ ভিড় থাকে দিনের বেলায়। গাড়ির চাপও অনেক বেশি থাকে। তাই দিনের বেলা খুব সাবধানে ট্রেন চালাতে হয় পাইলটকে। আর সেই জন্যেই দিনের বেলায় ট্রেনের গতি (Train Speed) কিছুটা কমানো থাকে।
5. সবচেয়ে বড় কারণ হলো, রাতের অন্ধকারে সিগন্যাল অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়। তাই বিপদের অনেক আগেই পাইলট বুঝতে পারেন তাঁকে কতটা দূরত্বে ট্রেন থামাতে হবে। তাই জন্য আগে থেকে ট্রেনের গতিবেগ কমিয়ে ফেলার প্রয়োজন হয় না। কিন্তু দিনের বেলায় খুব বেশি দূর থেকে ট্রেনের সিগন্যাল দেখা যায় না তাই মাঝে মাঝেই ট্রেনটির গতি কমিয়ে নিতে হয়। আর সাধারণ মানুষ ভাবেন ট্রেনটি বোধহয় দিনের বেলার চেয়ে রাতে একটু বেশি জোরে চলছে।