Pilot written bus door: বাস তো আর প্লেন নয়, তাও কেন চালকের দরজায় লেখা থাকে পাইলট

Learn about the reasons for writing pilots on the driver’s door on buses: সাধারণ মানুষের জন্য যাতায়াতের অন্যতম অপরিহার্য মাধ্যম হলো বাস। চেহারায় বদল আসলেও এর প্রয়োজনীয়তায় কোন বদল ঘটেনি, প্রথমে রাস্তায় দোতলা বাস দেখা গেলেও এখন সবই একতলা। কিন্তু বিনোদনের জন্য দেশের বহু জায়গায় এখনো দোতলা বাস দেখতে পাওয়া যায়। এখন সব থেকে বড় প্রশ্ন হল বাসের গায়ের রং যেমনই থাকুক না কেন বাস চালকের দরজার গায়ে পাইলট লেখার কারণটা কি (Pilot written bus door)?

আপনার মনে কখনো কি প্রশ্ন দানা বাঁধেনি কেন বাস চালকের দরজাল গায় এই লেখাটি থাকে? ড্রাইভার কথাটিও অনেক সময় লেখা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাসের দরজার গায়ে লেখা থাকে পাইলট (Pilot written bus door)। কেনো এই নিয়ম? আপনারা কি আদৌ এর কারণ জানেন? পাইলট কথার মূল অর্থ হল যিনি স্টিয়ারিং বা গাইড করেন। এই কাজটি মূলত চালক করে থাকে এবং দায়িত্বের সঙ্গে বহু যাত্রীর প্রাণকে সুরক্ষিত রেখে দ্রুততার সঙ্গে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়।

সাধারণত যারা বিমান চালায় তাদের বলা হয় পাইলট। যারা ট্রেন চালায় তাদের বলা হয় লোকো পাইলট। কিন্তু বাস ড্রাইভারকে পাইলট বলার কারনটা কি? আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে, যেহেতু অসংখ্য যাত্রীকে সঙ্গে করে নিয়ে খুব দ্রুততার সঙ্গে গাড়ি চালানো হয় এবং তাদের সুরক্ষার কথাও মাথায় রাখা হয়, সেই কারণে বাস ড্রাইভার এবং বিমান চালক উভয়কেই পাইলট (Pilot written bus door) বলা হয়।

এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন চালকের (Pilot written bus door) প্রধান কর্তব্য শুধু নিজের যানটির ওপরে থাকে না, পাশাপাশি অন্য যে গাড়ি বা যান চলাচল করবে তার প্রতিও সমান দায়িত্ব পালন করতে হবে। ফলে বিমান চালক ও বাস চালক, দু’জনের কাজের গুরুত্বই প্রাথমিক ভাবে এক। বহু বছর আগে গরু, ঘোড়া বা গাধায় টানা গাড়িতে মানুষ যাতায়াত করতেন। পরে জীবজন্তুর পরিবর্তে মানুষ নিজেই যানবাহন চালিয়ে নেয়।

পাইলট কথার আক্ষরিক অর্থ হলো গাইড। যিনি দিক প্রদর্শন করতে সাহায্য করে, তাই বোটের চালককেও বলা হয় পাইলট। শুধু কলকাতা নয় সারা দেশের বাসের গায়ে চালকের দরজায় পাইলট লেখা থাকে। বাসচালকেরাও বিমান চালকদের মতো সমান চ্যালেঞ্জিং কাজ করে তাই সম্মান জানানোর জন্যই এই প্রথার সূচনা। শহরের ভিড় রাস্তায় নিজের ও উল্টোদিক থেকে আসা যানবাহনের সুরক্ষার কথা চিন্তা করে চালকদের প্রধান কাজ। তাঁদের এমন দায়িত্বপূর্ণ কাজকে সম্মান দেবার জন্যই হয়তো বাসের গায়ে চালকের দরজায় লেখা হয় পাইলট।