Vellore Medical Treatment Cost: ভেলোরে চিকিৎসা করাতে যাবেন, তার আগে জেনে নিন নামমাত্র খরচে চিকিৎসার রহস্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vellore Medical Treatment Cost: ভেলোরে চিকিৎসার খরচ কত এবং কেন, জানুন বিস্তারিত। আমরা অনেকেই হয়তো ভেলোরে গেছি চিকিৎসার জন্য। অথবা আশপাশের কাউকে না কাউকে অবশ্যই সেখানে গিয়ে চিকিৎসা করানোর কথা শুনেছি। সেখানে চিকিৎসা ব্যবস্থা অনেকে উন্নত। তবে শুধু এটুকুই কারণ নয়, সেখানে গিয়ে চিকিৎসা করানো অনেকটাই সস্তা। সেই কারণে অনেকে এই হসপিটালগুলিকে বেছে নেয়। অন্যান্য জায়গার তুলোনায় ভেলোরে চিকিৎসার খরচ তুলনামূলক অনেকটাই কম। কিন্তু কেন? কি কারনে এত কম খরচে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায় ভেলোরে গেলে। ভেলোরের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করা যাক। আজকের প্রতিবেদনে ভেলোরে চিকিৎসা ব্যবস্থার খরচ (Vellore Medical Treatment Cost) কম হবার কারণ সম্পর্কে আলোচনা করা হলো।

Advertisements

ভেলোর কিন্তু একটি নির্দিষ্ট হাসপাতাল নয়। ভেলোর মানে মূলত খ্রিস্টান মেডিকেল হাসপাতাল এবং এই একই পরিষেবা যুক্ত আরো কয়েকটি হাসপাতাল। এই সমস্ত হাসপাতালগুলিকে নিয়ে মিলিতভাবে গঠিত হয়েছে ভেলোর। এই সমস্ত হাসপাতালগুলির মধ্যে বেশিরভাগই ন্যূনতম খরচে চিকিৎসার ব্যবস্থা প্রদান করতে সক্ষম। প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসার খরচ (Vellore Medical Treatment Cost) তুলনামূলক অনেকটাই কম। কারণ? চ্যারিটেবল ট্রাস্ট। প্রত্যেকটি হাসপাতাল মূলত চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত। কলকাতা বা দেশের অন্যান্য এলাকার কর্পোরেট হাসপাতালগুলির সাথে এই চ্যারিটেবল হাসপাতালগুলির কাজের ধরনের অনেকটাই পার্থক্য রয়েছে।

Advertisements

কলকাতা বা অন্যান্য কর্পোরেট হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থার খরচ অনেকটাই বেশি। কারণ হাসপাতাল শুরু হওয়া থেকে প্রতিদিন প্রতিনিয়ত একাধিক খরচের মুখোমুখী হতে হয় এই হাসপাতালগুলোকে। শুরুর সময় জমি কেনার থেকে শুরু করে, বিল্ডিং তৈরি করা, যাবতীয় কর প্রদান করা, উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা সবকিছুতেই খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। উন্নত পরিষেবা তৈরি করার জন্য অনেক টাকা খরচ করে নিয়ে আসতে হয় যন্ত্রপাতি। এছাড়া হাসপাতালের মেইন্টেনেন্স খরচ, কর্মীদের বেতন সবকিছুই জোগাড় করতে হয় কর্তৃপক্ষকে। আর সেই অর্থ যোগাড় করা হয় রোগীদের কাছ থেকেই।

Advertisements

আরো পড়ুন: আর যেতে হবে না ভিন জেলা, ভিন রাজ্যে! এবার বীরভূমেই হার্টে বসবে স্টেন্ট, তাও আবার বিনামূল্যে

কিন্তু ভেলোরে এত খরচ করতে হয় না। হাসপাতালগুলি চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত। তাই হাসপাতাল তৈরি থেকে, পরিকাঠামো গঠন কোনো খরচই করতে হয়না হাসপাতাল কর্তৃপক্ষকে। সমস্ত খরচ উঠে আসে ট্রাস্ট গুলির কাছ থেকে। খরচ বলতে শুধু ডাক্তার বা অন্যান্য কর্মীদের বেতন, ওষুধ এবং দৈনন্দিন কিছু খরচ। তাই জন্যে রোগীদের কাছ থেকে খুব বেশি অর্থ নেবার প্রয়োজন পড়ে না। কারণ বেড ভাড়া থেকে শুরু করে কোন যন্ত্রপাতি কোনটাই হাসপাতাল কর্তৃপক্ষের কেনা নয়। চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে দান করা। তাই নুন্যতম খরচে চিকিৎসা প্রদান করতে সক্ষম ভেলোরের হাসপাতালগুলি (Vellore Medical Treatment Cost)।

কিন্তু কলকাতার হাসপাতালগুলি বিশেষত বেসরকারি নার্সিংহোমগুলোকে প্রতি পদে পদে করতে হয় এক বিপুল পরিমাণ আর্থিক খরচ। এই খরচ উঠবে কোথা থেকে? স্বাভাবিকভাবেই চাপ পড়ে যায় রোগীদের উপরেও। বেড ভাড়া থেকে শুরু করে, কোন টেস্ট এমনকি ওষুধ প্রায় প্রত্যেকটি বিষয়ে খরচ করতে হয় বিপুল পরিমাণ অর্থ। কর্তৃপক্ষকে দোষ দিয়েও লাভ নেই। কারণ তাদেরকেও টাকা রোজগার করতে হবে। হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে, উপযুক্ত করতে হবে। নার্স, ডাক্তার, অন্যান্য কর্মীদের বেতন দিতে হবে। ভেলোরের (Vellore Medical Treatment Cost) মতন যদি কলকাতা বা অন্যান্য এলাকার হাসপাতালগুলিও চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে পরিচালিত করা সম্ভব হয়, তাহলে হয়তো খরচ এখানেও অনেক কমে যাবে।

Advertisements