আটকে ১৮ হাজার পড়ুয়া, কেন ভারতীয়রা ইউক্রেনকেই বেছে নেন ডিগ্রির জন্য

নিজস্ব প্রতিবেদন : ইউক্রেন দখল করতে মরিয়া রাশিয়া। বৃহস্পতিবার ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেখানে রাশিয়া সেনাদের আক্রমণ। যুদ্ধ লেগে যাওয়ার পর সেখানে ঘন ঘন হচ্ছে গোলাবর্ষণ। অন্যদিকে শুক্রবার দুপুরের পর থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা।

অন্যদিকে ইউক্রেনের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন ভারতের অন্ততপক্ষে ১৮ হাজারের বেশি পড়ুয়া। এই ১৮ হাজার পড়ুয়া ছাড়াও ২০০০-এর মত রয়েছেন অন্যান্য প্রবাসী ভারতীয়। সব মিলিয়ে ২০ হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন সেখানে। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে বন্ধ করে দেওয়া হয়েছে এয়ারস্পেস। যে কারণে ভারত সরকারের তরফ থেকে উদ্ধারের জন্য বিমান পাঠানো হলেও তাদের খালি হাতে ফিরতে হচ্ছে।

বর্তমান ইউক্রেনের পরিস্থিতি সামনে উঠে আসার পর যখন জানা গিয়েছে এতসংখ্যক ভারতীয় পড়ুয়ারা সেখানে পড়াশোনার জন্য থাকেন, এরপরেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, কেন এত সংখ্যক পড়ুয়া পড়াশোনার জন্য ইউক্রেনকেই বেছে নেন? ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইউক্রেনে যেসকল ভারতীয়রা পড়াশোনা করতে যান তাদের অধিকাংশই ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়ুয়া।

এই প্রশ্নটি খুব কঠিন হলেও উত্তর কিন্তু খুব সহজ। আসলেই ভারতীয়রা ইউক্রেনকে তাদের ডিগ্রির জন্য বেছে নেন কারণ পড়াশোনার খরচ অনেক কম। ভারত থেকে যে সমস্ত পড়ুয়ারা ইউক্রেনে পড়াশোনা করতে চান তাদের অধিকাংশই মেডিকেল স্টুডেন্ট। ভারতে ডাক্তারি পড়ার জন্য যে খরচ হয় ইউক্রেনে প্রায় তার অর্ধেক খরচ হয়ে থাকে। আবার সেখানে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে যেমন আসন সংখ্যা বেশি, ঠিক তেমনই বেতনও কম।

এছাড়াও ইউক্রেনের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে পড়াশোনা করার জন্য ভারতীয় পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপ পেয়ে থাকেন। যে কারণে পড়াশোনার খরচ অর্ধেক হয়ে যায়। এছাড়াও ইউক্রেনকে মেডিকেল পড়ার জন্য বেছে নেওয়ার আরও একটি বড় কারণ হল, ইউক্রেনের কলেজগুলি বিশ্ব স্বাস্থ্য কাউন্সিল দ্বারা স্বীকৃত। এখন যেহেতু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিশ্ব স্বাস্থ্য কাউন্সিলের স্বীকৃতিকে মান্যতা দেয়, তাই ভারতে এই ডিগ্রির চাহিদা এবং গ্রহণযোগ্যতা যথেষ্ট।