Draw Line Under Signature: একেক জন মানুষের সই করার ধরন একেক রকম হয়ে থাকে। বহু মানুষ এমন আছেন যারা সই করে তার নীচে দাগ টানেন। এই ধরনের অভ্যাস ভালো না খারাপ তা সঠিকভাবে কেউ বলতে পারে না। কেউ একটি দাগ টানেন, অনেকে আবার দু’টি করে দাগ টানেন। এই অভ্যাস জীবনে কেমন প্রভাব ফেলতে পারে জানেন কি তা? বিশেষজ্ঞরা বিভিন্ন মত পোষণ করেছেন এই ব্যাপারে।
প্রত্যেকটি মানুষের জীবনে তাদের স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। স্বাক্ষর মানে শুধু পরিচয় নয়, স্বাক্ষরের মাধ্যমেই যেকোন মানুষের চিন্তাধারা, ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থার প্রতিফলন ঘটে। স্বাক্ষরের নীচে দাগ টানা (Draw Line Under Signature) জীবনের জন্য কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা সঠিকভাবে অনেক শিক্ষিত মানুষও বলতে পারবে না। স্বাক্ষরের নীচে দাগ টানার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে । বহু বছর আগে থেকেই এই রীতি প্রচলিত। তবে এটি সঠিক কিনা তা নির্ভর করছে দাগের ধরন এবং কোন দিক থেকে দাগ কাটা হচ্ছে তার ওপর। বাস্তুশাস্ত্র মতে স্বাক্ষরের তলায় দাগ কাটলে তার ইতিবাচক এবং নেতিবাচক দুটো প্রভাবই মানুষের জীবনে পড়তে পারে।
১. দাগের দৈর্ঘ্য ও দিক: স্বাক্ষরের নীচে যদি লম্বা এবং সোজা দাগ টানা হয়, তাহলে এটি আত্মবিশ্বাস বাড়াতে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দাগটি (Draw Line Under Signature) স্বাক্ষরের চেয়ে লম্বা এবং বাঁকা ছাড়া সোজা হওয়া উচিত। কিন্তু এই দাগটি ছোট কিংবা বাঁকা হলে, এটি জীবনে বিভ্রান্তি ও বাধার সৃষ্টি করতে পারে।
২. একাধিক দাগ না টানার পরামর্শ: বিশেষজ্ঞরা বলেছেন যে, অনেকেই স্বাক্ষরের নীচে একাধিক দাগ টানেন, বাস্তু মতে এটা করা কখনোই উচিত নয়। একাধিক দাগ (Draw Line Under Signature) মানসিক বিভ্রান্তির জন্ম দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। জীবনে নেমে আসতে পারে চরম বিপদ।
আরও পড়ুন:YouTuber beaten by Sadhu: কুম্ভমেলায় সাধুর সাথে দেখা করতে এসে মার খেলেন ইউটিউবার, ভাইরাল হল ভিডিও
৩. উন্নতিতে প্রভাব: যদি কোন ব্যক্তির স্বাক্ষরের নীচে দাগটি (Draw Line Under Signature) কাটাকাটা বা বাঁকা হয়, তাহলে এটি বাস্তুশাস্ত্রে নেতিবাচক বলে মনে করা হয়। ব্যক্তির অগ্রগতিতে বাধার সৃষ্টি করে এই ধরনের দাগ। সোজা এবং স্পষ্ট দাগ টানা হলে সাফল্যের পথ খোলা থাকে।
এই অভ্যাস আদৌ কতটা উপকারী মানুষ জীবনের জন্য? বাস্তুশাস্ত্র মতে স্বাক্ষরের পরিবর্তন করা যেতে পারে কিন্তু তা সঠিক পদ্ধতি হওয়া দরকার। দাগটি ছোট, বাঁকা বা জটিল হলে এটি জীবনে সমস্যা আনতে পারে। আবার স্বাক্ষরের তলায় যদি সঠিকভাবে বড়, সোজা এবং স্পষ্ট দাগ টানা যায় তাহলে আত্মবিশ্বাস বাড়ে এবং সাফল্য আসে। যদি আপনি স্বাক্ষর উন্নত করতে চান, তবে মনে রাখবেন, দাগটি আপনার স্বাক্ষরের চেয়ে লম্বা, সোজা এবং পরিষ্কার হওয়া উচিত। সঠিক নিয়ম মেনে যদি কোন কাজ করা যায় তার শুভ ফল অবশ্যই পাওয়া যায়।