Poonam Pandey death mystery: বেঁচে আছেন পুনম পান্ডে? বিতর্কিত মডেলের মৃত্যর খবর ঘিরে ৭ প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন : আচমকা শুক্রবার সকাল থেকে পুনম পাণ্ডের (Poonam Pandey) মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। মাত্র ৩২ বছর বয়সে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিতর্কিত মডেলের মৃত্যুর খবর জানানো হয়। তবে অনেকেই মনে করছেন তিনি এখনো বেঁচে রয়েছেন। যারা এমনটা মনে করছেন তাদের তরফ থেকে ৭টি বিষয় তুলে ধরা হচ্ছে যেগুলি সত্যিই তার মৃত্যুর খবর নিয়ে তুলছে প্রশ্ন (Poonam Pandey death mystery)।

১) মুম্বাই থেকে শুরু করে কানপুর পর্যন্ত তার মৃত্যু নিয়ে কোথাও কোনো রকম চিহ্ন পর্যন্ত নেই। বড় মাপের একজন মডেলের মৃত্যুর কোথাও কোন চিহ্ন পাওয়া যাবে না তা কি করে হয়!

২) বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি তার মৃত্যুর খবর তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আপলোড করা হয়। অথচ তার দুদিন আগেই ২৯ জানুয়ারি পুনম পান্ডেকে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। যখন তাকে দেখা গিয়েছিল তখন তিনি বেশ চনমনেই ছিলেন। তার মৃত্যুর জন্য যে কারণ তুলে ধরা হয়েছে অর্থাৎ সার্ভাইক্যাল ক্যান্সার, কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার কোন লক্ষ্য নেই দেখা যায়নি।

৩) পুনম পান্ডের মৃত্যুর খবর তার টিমের তরফ থেকে তুলে ধরা হলেও কোথায়, কখন তার মৃত্যু হল এসব কিছুই জানানো হয়নি। কেবল তার ম্যানেজার দাবি করছেন, কানপুরে তিনি মারা গিয়েছেন এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।

৪) মৃত্যুর আগে কি পুনম পান্ডেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল? যদি ভর্তি করা হয়েছিল তাহলে তা কোথায়? যদি কানপুরের কোন হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তাহলেও বিষয়টি বেশ সন্দেহজনক। কেননা কানপুরের যে তিনটি বড় ক্যান্সার হাসপাতাল রয়েছে সেই সব হাসপাতালের কোনটিতেই ভর্তির বিষয়ে তার নাম নেই।

৫) পুনম পান্ডে যে ক্যান্সার আক্রান্ত ছিলেন তা কোনদিন কেন তিনি তুলে ধরেননি? এছাড়াও তার মৃত্যুর খবরের পর কেন তার পরিবারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হল না?

৬) পুনম পান্ডে নিজের সোশ্যাল মিডিয়ায় শেষ যে সকল ভিডিও আপলোড করেছেন সেই সকল ভিডিওতে তাকে আগের মতই গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। এই সকল ভিডিও দেখে প্রশ্ন উঠছে, যদি পুনম পান্ডে সত্যিই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীর এমন গ্ল্যামার আদৌ কি থাকে?

আরও পড়ুন 👉 Cervical Cancer Vaccination: সার্ভাইক্যাল ক্যান্সারে মৃত্যু হল পুনম পান্ডের! কি এই রোগ, জানুন উপসর্গ ও প্রতিরোধের উপায়

৭) এর পাশাপাশি আচমকা এইভাবে পুনমের সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে গেল! আবার গতকাল বাজেটেই এই ক্যান্সারের টিকা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনকে বড় ঘোষণা করতে দেখা যায়। পুরো বিষয়টি কাকতালীয় বলেই মনে করছেন অনেকে।

এই সকল প্রশ্ন তোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মনে করছেন, পুরো বিষয়টি সাজানো এবং এর পিছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে। তিনি বেঁচে আছেন। খুব তাড়াতাড়ি হয়তো সেই বিষয়টি সামনে আসবে।