IPL প্লে-অফে ডট বল হলেই স্কোরবোর্ডে কেন উঠছে গাছের ছবি! জানলে স্যালুট জানাবেন

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। বর্তমানে প্লে-অফ খেলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্লে-অফের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিং গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়েছে। বুধবার রয়েছে প্লে অফের দ্বিতীয় ম্যাচ লখনৌ সুপার জয়েন্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স-এর মধ্যে।

প্লে অফের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিং জয়যুক্ত হওয়ার পর চেন্নাই অনুগামীরা আনন্দে আত্মহারা। প্রথম প্লে অফ ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যেও ছিল আলাদা উৎসাহ উন্মাদনা। তবে এই ম্যাচ চলাকালীন আরও একটি বিষয় সামনে আছে যেটি অনেকেই এড়িয়ে গিয়েছেন অথবা এর কারণ কি খুঁজে বেড়াচ্ছেন। সেই ঘটনাটি হলো প্লে অফের ম্যাচে ডট বল হলেই স্কোরবোর্ডে গাছের ছবি দেখাচ্ছে। স্কোর বোর্ডে ডট বল হলেই কেন গাছের ছবি দেখাচ্ছে তা জানলে স্যালুট জানাবেন।

আসলে প্লে অফের ম্যাচগুলিতে যত ডট বল হবে ততই লাভ পরিবেশের। এটি শুনে কৌতুহল আরও বেড়ে যাচ্ছে এমনটাই আশা করা যায়। আসলে প্লে অফের ম্যাচগুলিতে ডট বল কিছু বিসিসিআই (BCCI) এমন একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে যার ফলেই পরিবেশ উপকৃত হবে। সত্যি বলতে বিসিসিআইয়ের এমন উদ্যোগকে স্যালুট জানাতে বাধ্য হবেন আপনিও।

আরও পড়ুন : Yashasvi Jaiswal: লড়াইয়ের অনুপ্রেরণা, IPL-এ শতরানকারী যশস্বীর একসময় কীভাবে কেটেছে জানেন

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, প্লে অফের ম্যাচগুলিতে যতগুলি ডট বল হবে সেই ডট বল পিছু ৫০০টি করে গাছ লাগাবে তারা। অর্থাৎ প্লে অফের ম্যাচ চলাকালীন বোলাররা যত ডট বল করতে সক্ষম হবেন ততই উপকৃত হবে পরিবেশ। অন্যদিকে একইভাবে বলা যেতে পারে, বোলাররা যত ডট বল করবেন ততো তারা পরিবেশকে গাছ উপহার দেবেন।

বিসিসিআইয়ের তরফ থেকে পরিবেশ বাঁচানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই বছর টুর্নামেন্ট শেষ হওয়ার পর সারাদেশে সেই গাছ লাগানোর বন্দোবস্ত করা হবে। শুধু গাছ লাগিয়ে ক্ষান্ত থাকবে না বিসিসিআই, পাশাপাশি সেই সকল গাছের রক্ষণাবেক্ষণের কাজও চালাবে বিসিসিআই। অভিনব এই সিদ্ধান্তের পাশাপাশি প্লে অফের ম্যাচ চলাকালীন বোলাররা যত ডট বল করেন, ডিজিটাল স্কোর বোর্ডে ডটের পরিবর্তে ততই গাছের ছবি দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই যেমন নিজেদের উদ্যোগের কথা জানাচ্ছে ঠিক সেই রকমই সচেতনতার প্রচারও হচ্ছে।