এত রঙ থাকতে কেন বন্দে ভারতের রং নীল সাদা, কারণ না জানলে মিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) এখন যুগান্তকারী প্রযুক্তির বাস্তবায়ন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই মুহূর্তে খুব কম সংখ্যক অত্যাধুনিক এই ট্রেনটি ভারতে চলাচল করলেও আগামী দিনে সর্বত্র বন্দে ভারত পৌঁছে যাবে এমনই আশ্বাস কেন্দ্র সরকার এবং ভারতীয় রেলের। নতুন এই বন্দে ভারত নিয়ে দেশের প্রায় প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে নানান কৌতুহল।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির গতি, এর স্বয়ংক্রিয় দরজা, আরামদায়ক চারদিকে ঘুরতে পারে এমন চেয়ার, বড় বড় কাঁচের জানলা, বাতানুকূল এবং অন্যান্য বিভিন্ন সুবিধা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে আবার নতুন একটি কৌতুহল তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। আর সেই কৌতুহল হলো, এত রঙ থাকতে কেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রং নীল সাদা করা হয়েছে! এই ট্রেনের রং নীল সাদা করার মূলে রয়েছে অবাক করার কারণ।

Advertisements

বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলে যে সকল ট্রেন রয়েছে তার মধ্যে অধিকাংশ ট্রেনের রং লাল অথবা নীল হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে অন্য রঙ্গ ব্যবহার করা হয়। তবে বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এই ট্রেনটিতে প্রথম থেকেই নীল সাদা রং ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

Advertisements

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ICF এর এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, প্রথমদিকে ক্রিম, লাল এবং কালো রঙের ডিজাইন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারতীয় রেলে এর আগে কোন ট্রেনে সাধারণ ব্যবহার করা হয়নি। সাদা রং তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বলেই তা ব্যবহার করা হয় না। অন্য কোন ট্রেনে সাধারণ ব্যবহার না করার কারণে তারা সাধারণ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তবে সাদা রং করা হলেও তা নোংরা হবে না এমন ভাবেই ব্যবস্থা করা হয়।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে নীল সাদা রং বেছে নেওয়ার অন্যতম কারণ হিসাবে জানা যাচ্ছে, ট্রেনের ডিজাইনে ইউরোপের বুলেট ট্রেনের আদল রাখার চেষ্টা চালিয়েছে ভারতীয় রেল। তবে শুধু নীল সাদা নয় এর পাশাপাশি আরও রং ব্যবহার করা হয়েছে। এই ট্রেনটিতে মোট ছয় রকমের রং ব্যবহার করা হয়েছে। তবে নীল সাদা রং ব্যবহার হলেও এই রং অনেক পিচ্ছিল এবং ট্রেনের গায়ে ধুলো জমবে না।

Advertisements