WII Recruitment: ১ লাখেরও ওপরে বেতন, দেরি না করে আবেদন করা শুরু করুন এই বিভাগে

Prosun Kanti Das

Published on:

Advertisements

WII Recruitment: চাকরি, চাকরি, চাকরি! কেন্দ্রীয় প্রতিষ্ঠান থেকে চাকরির (WII Recruitment) বিজ্ঞপ্তি ঘোষনা করা হয়েছে। স্বয়ং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ১৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলেই শোনা যাচ্ছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ‘দ্য ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা WII’, প্রশিক্ষণ, একাডেমিক কোর্স এবং বন্যপ্রাণী গবেষণা ও ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানটি তার সূচনা থেকেই অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে অনেক বনবিদ এবং বন্যপ্রাণী পরিচালকদের প্রশিক্ষণ দিয়ে এসেছে।

Advertisements

ইনস্টিটিউটটির দৃষ্টিভঙ্গি বন্যপ্রাণী গবেষণা, প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসির ক্ষেত্রে “এ গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্স” হয়ে ওঠা। এর লক্ষ্য বন্যপ্রাণী বিজ্ঞানের অগ্রগতি এবং আমাদের সংস্কৃতি এবং আর্থ-সামাজিক পরিবেশ অনুসারে সংরক্ষণে এর প্রয়োগকে উৎসাহিত করা। এই কেন্দ্রীয় ইনস্টিটিউটেরই (WII Recruitment) ল্যাব অ্যাটেনডেন্ট থেকে শুরু করে কুক পর্যন্ত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisements
নিয়োগকারী সংস্থা

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে কর্মী নিয়োগ করা হবে।

Advertisements
পদগুলির নাম:
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,
  • টেকনিশিয়ান,
  • জুনিয়র স্টেনোগ্রাফার,
  • অ্যাসিস্ট্যান্ট গ্রেড,
  • ড্রাইভার,
  • কুক,
  • ল্যাব অ্যাটেন্ড্যান্ট
মোট শূন্যপদ

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে ল্যাব অ্যাটেনডেন্ট পর্যন্ত মোট শূন্য পদ ১৬টি

বয়সসীমা:

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ড্যান্ট – এই তিনটি পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছর। উক্ত তিনটি পথ ছাড়া বাকি পথগুলিতে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে থাকা আবশ্যক।

বেতন

উক্ত পদে নিযুক্ত প্রার্থীদের বেতন হবে বিভিন্ন পদ অনুযায়ী মাসিক ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণীর পাশ হতে হবে। এছাড়া বিজ্ঞান বিভাগ অথবা টেকনোলজি শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

আরও পড়ুন:AAI Recruitment NotificationAAI Recruitment: মোটা মাইনেতে ৮৯টি শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদনপত্র পাওয়া যাচ্ছে না। তাই অফলাইনে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন মূল্য

আবেদন কি বাবদ আবেদনপত্রের সঙ্গে ৭০০ টাকা জমা দিতে হবে

নিয়োগ পদ্ধতি

যা জানা গেছে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তবে এই লিখিত পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি।

আবেদনের শেষ তারিখ

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII Recruitment)-এর চাকরিটির জন্য ২০২৫ এর ৬ই জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে

Advertisements