‘খেলা হবে’, বিধানসভা ভোটের আগে হুংকার অনুব্রত মণ্ডলের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘খেলা হবে’, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবার হুংকার দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুরের শিববাড়ি মাঠে তৃণমূলের জনসভা থেকে এই হুংকার দেন তিনি। এর আগে তাকে নিদান দিতে দেখা গিয়েছিল ‘বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করতে।’

Advertisements

Advertisements

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের ছবির নিচে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে প্রচার করতে শুরু করেছে। আর এই ‘খেলা হবে’ কথাটির তাৎপর্য বুঝিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন বলেন, “মা’রাত্মক খেলা, ভােটের খেলা। খেলা তাে অনেক রকম হয়। ক্যারামবাের্ড খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, খুব ডে’ঞ্জারেস খেলা কিন্তু। অনেকজন আবার পায়ে লাথি মেরে দেয়। পা ভেঙ্গে যায়। একুশে ভ’য়ঙ্কর খেলা হবে।”

Advertisements

অনুব্রত মণ্ডল আরও উদাহরণ দিয়ে বলেন, “ক্রিকেট খেলাতে কি হয়। বল এমন জায়গায় লাগলো মালোই চাকি ভেঙে গেল। হাডুডু খেলা তে কি হয়। এমন করেই টেনে ধরলো হাতটা ভেঙে গেল। খেলা তো অনেক রকমের খেলা। অনেক খেলা হয়। একুশে ভ’য়ঙ্কর খেলা।”

অন্যদিকে এদিন অনুব্রত মণ্ডল শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে (মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে হারাবো) প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, “পাগল না ছাগল। তোমরা বিশ্বাস করো। এটা তোমরা বিশ্বাস করো। এটা সম্ভব। ও দাঁড়াবে তো? যিনি বলছেন তিনি দিদির এগেনস্টে দাঁড়াবেন তো?” পাশাপাশি অনুব্রত মণ্ডল শুভেন্দু অধিকারীকে একমাস দেখার কথা বলেন। তার কথায় একমাস পরে শুভেন্দু অধিকারী কি করে সেটাই দেখুন।

প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রতিটি নির্বাচনের আগেই কোনো না কোনো নিদান দিতে দেখা যায়। আর সেই ধারাবাহিকতায় তিনি এবারের বিধানসভা নির্বাচনের আগেও বজায় রেখেছেন। ইতিমধ্যে বিভিন্ন জনসভায় থেকে তার একটি নিদান ‘ঠেঙিয়ে পগার পার করা’ শুনতে পাওয়া গেছে এবং মঙ্গলবার শুনতে পাওয়া গেল ‘খেলা হবে’।

Advertisements