Will u get glimpse of Kanchenjunga at puja: বাঙালি বরাবর ভ্রমণ প্রিয় জাতি। ছুটি পেলেই দূর-দূরান্তে বেরিয়ে পড়ে চেনা অচেনার সন্ধানে। সামনেই আসন্ন পুজোর লম্বা ছুটি আর এই ছুটিকে কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রচুর পর্যটক। কিন্তু সিকিমে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় ভেস্তে দিয়েছে বহু মানুষের ঘুরতে যাওয়ার প্ল্যান। তাই সিকিম ছেড়ে অনেকেই যেতে পছন্দ করছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে। উত্তরবঙ্গ যাওয়া হবে আর কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) দেখা হবে না সেটা কি কখনো হয়? কি বলছে রাজ্যের আবহাওয়া দপ্তর?
চলতি বছরের প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সিকিমের মতো সুন্দর একটি সাজানো গোছানো শৈল শহরকে। সিকিমের সব জায়গা ক্ষতিগ্রস্ত না হলেও বহু জায়গা আছে যেখানে রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে, বহু বাড়ির ধ্বংস হয়ে গেছে। সাধারণ পর্যটকরা তাই ঘুরতে যাওয়ার জন্য সিকিমকে আর তালিকার মধ্যে রাখতে পারছে না। সেই কারণে ভিড় বাড়ছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং ডুয়ার্সের মত জায়গাগুলিতে।
এইসময় দেশ বিদেশের বহু পর্যটক এসে ভিড় করে নর্থ বেঙ্গল এবং সিকিমের মতো জায়গাগুলিতে। যেহেতু সিকিমে যাওয়ার পরিকল্পনা অনেকেই বাতিল করেছেন তাই নর্থ বেঙ্গল এর বিভিন্ন জায়গায় পর্যটকদের ফিরে দেখা যাচ্ছে। নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়া মানে কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) দর্শন। যার প্রাকৃতিক সুন্দর্য আকৃষ্ট করে মানুষকে কিন্তু এবার পুজোতে আদৌ কি দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে? দার্জিলিং-এর ম্যাল ছাড়াও কোলাখাম, রামধুরা, খড়কাগাঁও, ধোতরে থেকে টুংলু হয়ে টুমলিং, সোনাদা সহ নানা জায়গা থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শোভা।
সিকিম, দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স বিভিন্ন জায়গাগুলির হোমস্টেতে বসে আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) শোভা। কিন্তু ঘুরতে গেলেই কি দেখা যাবে সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য? নাকি মেঘের আড়ালে মুখ গোমরা করে বসে থাকবে? আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আগামী ২২শে অক্টোবর পর্যন্ত ঝকঝকে থাকবে সিকিমের আকাশ। কখনো আকাশ রৌদ্রজ্জ্বল আবার কখনো মেঘলা কিংবা হালকা বৃষ্টি। মোটের ওপর আবহাওয়া পর্যটকদের জন্য বেশ মনোরম থাকবে।
এই সময় বেড়াতে গেলে ঘরে কিংবা বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ভালোভাবেই উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে। আবার এমন অনেক জায়গা আছে যেখানে জঙ্গলে ঘেরা পরিবেশ এবং মাথার উপরে রয়েছে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। অবশ্য কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ দেখা যায় না সব জায়গা থেকে।