অমরনাথ দত্ত : শুরু হয়ে গেছে একুশের বিধানসভা নির্বাচনের তোড়জোড়। একদিকে শাসক দলের নেতাকর্মীরা এলাকায় এলাকায় কর্মীসভা করে পুনরায় শাসনের ফিরতে মরিয়া। অন্যদিকে বিরোধীরা মরিয়া শাসক দলকে হটিয়ে রাজ্যের সিংহাসন দখল করতে। তবে এমত অবস্থাই নিজের চিরাচরিত স্বভাবেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন, ‘১৪ তে ১৪’। অর্থাৎ তার কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৪টি আসনেই জিতবে, যে ১৪টি আসন তাঁর দায়িত্বে রয়েছে।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দায়িত্বে রয়েছে বীরভূমের ১১টি বিধানসভা এবং বর্ধমানের ৩টি বিধানসভা আসন। আর এই ১৪টি আসনেই তিনি জিতবেন তা একপ্রকার নিশ্চিত করে দিলেন শনিবার বোলপুরে তৃণমূল কর্মী সভা চলাকালীন।
এদিন কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আমার ১৪টা সিটের দায়িত্ব আছে ১৪টা সিট-ই জেতা। বীরভূমে ১১টা আর বর্ধমানে ৩টে।”
ক্লাবগুলিকে টাকা দিচ্ছে তৃণমূল সরকার। আর এনিয়ে এমনিতেই চরম জলঘোলা রাজ্য রাজনীতি। আর এই জলঘোলা নিয়ে বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপি তো পাগলের দল। যে দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না, ও আবার দল কোথায়। পাগল ছাগলের দল। ভেড়া যেমন চোখ বুজে থাকে, রাস্তা দিয়ে গাড়ি পেরিয়ে গেলে ভেড়া চোখ বুজে দেয়। বিজেপিও তাই। চোখ বুজে থাকে।”
অন্যদিকে শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানান, “ভগবান ঈশ্বর ওর মঙ্গল করুক।”