Dadagiri Season 10: একবার জিতলেই মালামাল! দাদাগিরিতে জিতলে এই সব পুরস্কার আসবে ঝুলিতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you win Dadagiri Season 10, you will get all these prizes: জি বাংলায় সম্প্রচারিত বিখ্যাত নন ফিকশন টেলিভিশন শো দাদাগিরি। ২০২৪ এ এই শোটি ১০ বছর পূর্ণ করল। ৯ বছর ধরে এই শোয়ে সঞ্চালক হিসেবে রয়েছেন আমার আপনার ঘরের ছেলে সৌরভ গাঙ্গুলী। সফল ক্রিকেটার হওয়ার পাশাপাশি সঞ্চালক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাঝে একটি সিজনে মিঠুন চক্রবর্তী সঞ্চালক হিসেবে যুক্ত হন। কিন্তু দাদাগিরির সঞ্চালক হিসেবে তাকে মেনে নিতে পারেনি দর্শক মহল। তাই পরবর্তীতে সৌরভ গাঙ্গুলী আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরে আসেন। দাদাগিরিতে বর্তমানে প্রত্যেক শনি রবিবার রাত সাড়ে নটা থেকে দাদাগিরি সিজন টেন (Dadagiri Season 10) সম্প্রচারিত হচ্ছে জি বাংলা চ্যানেলে।

Advertisements

নানান জায়গার মানুষ এই শোয়ে এসে নিজেদের জ্ঞানের ভান্ডার, অভিজ্ঞতা সবকিছু ভাগ করে নেন দর্শকদের সাথে। তারকাদের নিয়ে কোন বিশেষ এপিসোড হোক বা কচিকাচাদের নিয়ে কোন মজার এপিসোড বা সাধারণ মানুষদের নিয়ে সাধারণ এপিসোডো, প্রত্যেকটা এপিসোডি সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনার কারণে টানটান উত্তেজনায় ভরপুর থাকে। এই শোয়ে অংশগ্রহণকারী এবং বিজেতারা কি কি উপহার নিয়ে যান তাদের বাড়িতে? চলুন জেনে নেওয়া যাক সেই তথ্য।

Advertisements

সম্প্রতি দাদাগিরি সিজন টেনের (Dadagiri Season 10) তারকাদের নিয়ে অনুষ্ঠিত একটি বিশেষ এপিসোডে প্রতিযোগী হিসেবে হাজির ছিলেন ক্যাকটাস ব্যান্ডের অন্যতম বিখ্যাত ভোকালিস্ট সিদ্ধার্থ শংকর ওরফে সিধু। তবে তিনি শুধু অংশগ্রহণ করেননি, এই নিয়ে মোট ৮ বার দাদাগিরির বিজয়ী ট্রফি জিতেছেন তিনি।

Advertisements

আরও পড়ুন ? Sourav Ganguly Dadagiri Salary: দাদাগিরিতে সৌরভ যা কামান, সপ্তাহে সপ্তাহে কেনা যাবে বিলাসবহুল ফ্ল্যাট

অষ্টমবার বিজেতা হবার পর বাড়ি গিয়ে দাদাগিরির মঞ্চ থেকে পাওয়া উপহার সামগ্রী নিয়ে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন সিধু। ভিডিও তে দেখা যায় উপহারের তালিকায় প্রথমেই রয়েছে দাদাগিরির ট্রফি। এছাড়াও রয়েছে সৌরভ গাঙ্গুলীর সই করা একটি ব্যাট ও একটি ডিউস বল, দাদাগিরির লোগো এম্বাসিস করা একটি কফি মগ। সাথে আরো রয়েছে চানাচুর, কেক, কুকিজ, ১০ কেজি বাসমতি চাল, আইসক্রিম বাউল সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলাসহ আরো অনেক কিছু। তবে এখানেই শেষ নয় দাদাগিরি সিজন টেনের (Dadagiri Season 10) বিজেতা হওয়ার জন্য তিনি পেয়েছেন মোটা অংকের চেক। সাথে ফাস্টেস্ট ফিফটি করার জন্য পেয়েছেন 50000 টাকা, আর তিনজন স্পন্সারসদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা পেয়েছেন তিনি।

দাদাগিরির এপিসোড গুলি চলার সময় মাঝে মাঝেই প্রেম সংক্রান্ত বা নিজের জীবন অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু টিপস দিয়ে থাকেন সৌরভ গাঙ্গুলী। তিনি নিজেই এক ইন্টারভিউতে বলেছেন তিনি নিজেও জানেন না শো চলাকালীন এত কথা কিভাবে বলেন তিনি। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী বলেন শো এর মাঝে তাকে নিয়ে যে মজা করা হয় সেগুলো শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য।

Advertisements