শীতের পথে কাঁটা বৃষ্টি! থমকে গেল শীতল হাওয়া, কবে ফের মিলবে শীতের আমেজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজো পার হতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছিল। শীত শীত এমন অনুভূতি দেখে শীতপ্রেমীরা মনে করেছিলেন, আর দেরি নয়, খুব তাড়াতাড়িই হয়তো শীতের (Winter Season) আগমন হয়ে যাবে। অনুমান খারাপও কিছু ছিল না, কেননা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা কমতে শুরু করেছিল। কিন্তু সোমবার থেকে হঠাৎ তাপমাত্রার পারদের পতনে পথের কাঁটা পড়ে যায়। আর তার ফলেই থমকে গিয়েছে উত্তুরে হাওয়া।

Advertisements

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পতনে হঠাৎ পথের কাঁটা পড়লেও অবশ্য উত্তরবঙ্গের দার্জিলিংয়ের তাপমাত্রায় বেশ ভালো রকম পতন নজরে এসেছে। ইতিমধ্যেই সেখানে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নামতে লক্ষ্য করা গিয়েছে। তবে এখনই শীতকালের আগমন হবে না বলেও জানাচ্ছে হওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে ঠান্ডা এবং দিনের বেলায় সূর্যের আলো উঠলেই গরম ভাব থাকবে।

Advertisements

তাপমাত্রার পতনের ক্ষেত্রে মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এর প্রভাবেই আগামী কয়েক দিন তাপমাত্রার পতন তো দূরের কথা, বরং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। তবে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতেও পারে। যদিও এখনই শীত আসার মত পরিস্থিতি তৈরি হয়নি বলে বারবার জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisements

সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে শেষ আপডেট দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রার পতনের পরিবর্তে ২-৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। সকাল এবং সন্ধ্যে হালকা শীতের অনুভূতি থাকবে। গ্রামাঞ্চলে অনেকেই শীতের পোশাক পরতে শুরু করে দিয়েছেন। তবে এমন পরিস্থিতি আগামী দিন কয়েক বজায় থাকবে না।

এই মুহূর্তে রাজ্যে উত্তর-পূর্ব হাওয়া বইতে শুরু করেছে এবং আগামী ৪৮ ঘন্টা পর পূর্বের হাওয়া বইবে। এর ফলে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে এবং উপকূলবর্তী এলাকাগুলি ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা হতে পারে। এসবের কারণেই তাপমাত্রার পতনে বাধা তৈরি হয়েছে এবং এই বাধার ফলে আগামী দু’সপ্তাহ শীত পড়ার সম্ভাবনা নেই। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার এক দু’পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা সহ আরও বেশ কয়েকটি জেলায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements