উত্তুরে হাওয়ার দাপট, শীতের শুরু, রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতকাল (winter) কবে আসবে? এই প্রশ্ন আর করার দরকার নেই। কারণ ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপট। আর এই উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী (weather report)। শীতের আমেজ শুরু হয়েছে অধিকাংশ জেলাতেই।

Advertisements

সপ্তাহের শুরুতেই আলিপুর হাওয়া অফিসের (alipur weather office) তরফ থেকে শীতের শুরু নিয়ে এই সুখবর দেওয়া হল। এদিন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হালকা শীতের আমেজ অনুভব হতে শুরু করেছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার লেপ কাঁথা বের করার সময় চলে এসেছে।

Advertisements

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামার পাশাপাশি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ হু হু করে নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের অধিকাংশ জেলা বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের দিনের সর্বনিম্ন তাপমাত্রা এই কয়েকদিনে অনেকটাই নেমেছে।

Advertisements

শ্রীনিকেতন হাওয়া অফিসের (sriniketan weather office) তরফ থেকে দেওয়া আবহাওয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২° কম। যদিও রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১° বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রী সেলসিয়াস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অফিসের পূর্বাভাস, আগামী কালী পুজো অর্থাৎ ৪ নভেম্বরের মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা আরও অনেকটা নিচে নামবে। তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে খুব তাড়াতাড়ি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আপাতত কয়েকটা দিন রাজ্যজুড়ে হেমন্তের পরিবেশ বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements