West Bengal Winter Forecast: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপে বিদ্ধ বাংলার শীত, কেমন কাটবে গোটা সপ্তাহ

Prosun Kanti Das

Published on:

Advertisements

West Bengal Winter Forecast: টানা কয়েকদিন হাড় কাঁপানো ঠান্ডা পড়ার পর আবারো খানিকটা বাড়তে চলেছে উষ্ণতার পারদ। ফলে কনকনিয়ে ঠান্ডা পড়ায় খানিকটা বিরাম পড়তে চলেছে। তবে গত কয়েক দিনের তুলনায় ঠান্ডা কম থাকলেও, তা মোটেই একেবারে কম থাকবে না। দিনের বেলার তাপমাত্রার পতন আগের তুলনায় কম থাকলেও রাতে ঠাণ্ডা সেই জাঁকিয়েই বসবে। আবহাওয়ার এমন আচারনের কারণ কী? তবে কি সপ্তাহান্তে আবারও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? সবমিলিয়ে গোটা সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন এক নিমেষে।

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিকের মতো শুষ্কই থাকবে। সেখানে বৃষ্টি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে রাতের দিকে হাড় কাঁপিয়ে ঠান্ডা (West Bengal Winter Forecast) পড়বে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রাদুর্ভাব দেখা যেতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

Advertisements

দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সপ্তাহভর বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা সপ্তাহ জুড়ে মোটের উপর দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। পশ্চিম দিকে জেলাগুলিতে ভোরের দিকে খানিকটা কুয়াশা দেখা যেতে পারে।

Advertisements

আরও পড়ুন:Municipality TaxMunicipality Tax: এলাকাভিত্তিক সম্পত্তিকর দিতে হবে সমস্ত পুরসভায়, বিধানসভায় পাশ হল বিল

বৃষ্টি না হলেও গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ঠান্ডার (West Bengal Winter Forecast) তীব্রতা খানিকটা কম থাকবে। আগামী দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস উর্ধ্বমুখী থাকবে। তাই কলকাতার তাপমাত্রাও খানিকটা বাড়বে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর ভারতের উপরে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। যার ফলে উত্তরে উত্তরে হওয়ার আরেকটা বাধা প্রাপ্ত হচ্ছে। এছাড়াও সাগরের উপরে একটি নিম্নচাপ ঘড়িভূত হওয়ার ফলে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা (West Bengal Winter Forecast) বৃদ্ধি পেলেও দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক মাত্রার কাছেই ঘোরাফেরা করবে।

Advertisements