নিজস্ব প্রতিবেদন : দুর্গাপূজো, লক্ষ্মীপুজো শেষ। এবার আবার অক্টোবর মাসের শেষের দিকে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো পড়ার কারণে ইতিমধ্যেই শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জায়গায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় শীত শীত (Winter) ভাব অনুভূত হলেও তা কিন্তু আসল শীত নয়। শীতপ্রেমী যারা রয়েছেন তারা এখন নভেম্বর মাসের দোরগোড়ায় এসে আসল শীতের খোঁজে রয়েছেন। এবার এই নিয়েই মুখ খুলল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে যা জানা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে যেমন ধীরে ধীরে পারদের পতন হতে শুরু করেছে ঠিক সেইরকমই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তরতড়িয়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার পতনের ক্ষেত্রে কোন বাধা নেই। অর্থাৎ তাপমাত্রার পারদ আগামী দিন কয়েক নিম্নমুখী থাকবে।
তাহলে দক্ষিণবঙ্গে কবে থেকে পড়বে আসল শীত? হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, দিন কয়েক আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় হামুন বাতাস থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প শুষে আছড়ে পড়েছে বাংলাদেশ উপকূলে। যে কারণে এই মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক কম এবং আদ্রতাজনিত অস্বস্তি এখন আর নেই।
এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে শুষ্ক আবহাওয়া এবং উত্তুরে হাওয়া এই দুইয়ের প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নামবে। জেলায় জেলায় রাত এবং সকালে শীত অনুভূত হবে বেশ ভালোভাবেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ২ বঙ্গেই তাপমাত্রার পারদ তিন ডিগ্রী পর্যন্ত কমবে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নিচেও যেতে পারে।
তবে এর পাশাপাশি হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিন কয়েক পর তাপমাত্রার পারদের পতন বাধা প্রাপ্ত হতে পারে। কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করলে উত্তুরে শীতল হাওয়া প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে। উত্তুরে শীতল হাওয়া প্রবেশে বাধা পেলেই ফের তাপমাত্রার পারদ কিছুটা হলেও বাড়তে পারে। যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, তাপমাত্রায় আকাশ-পাতাল ফারাক লক্ষ্য করা যাবে না।