কবে বিদায় নেবে শীত, দিনক্ষণ নিয়ে নয়া বার্তা হাওয়া অফিসের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসেও এইভাবে শীতের দাপট লক্ষ্য করা যাবে বাংলায় তা হয়তো অনেকেরই কল্পনাতীত। তবে বাস্তবে তাই নজরে এসেছে। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির কাছাকাছি, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১০ এর কাছাকাছি। এমত অবস্থায় বহু মানুষের প্রশ্ন কবে রেহাই পাওয়া যাবে এমন জুবুথুবু অবস্থা থেকে। তারই উত্তর দিলো হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখনই বাংলা থেকে বিদায় নিচ্ছে না শীত। বরং আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জমিয়ে শীত অনুভূত হবে। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে বলে অনুমান। এর পাশাপাশি একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। যদিও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে এবং সপ্তাহান্তে সিকিম ও দার্জিলিঙে এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় পুনরায় তাপমাত্রা নামবে। আগামী রবিবার এবং সোমবার পুনরায় তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪° কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।