বেজে গেল শীতের বিদায় ঘন্টা, দিনক্ষণ জানিয়ে দিলো হাওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লাগাতার টালবাহানার পর অবশেষে বাজলো বিদায় ঘন্টা। হাওয়া অফিসের পূর্বাভাস বাংলা থেকে খুব শিগগিরই বিদায় নেবে শীত। তবে এখনো কয়েকটা দিন দিনের দিকে শীতের পোশাক খুলে ফেলতে হলেও সকাল ও সন্ধ্যায় প্রয়োজন পড়বে শীতের পোশাকের।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিন দিনের দিকে তাপমাত্রার পারদ চড়বে। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বৃহস্পতিবারের পর থেকেই দিনের তাপমাত্রা সর্বনিম্ন পারদ এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Advertisements

অন্যদিকে আবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। যদিও এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আর এই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মনে করা হচ্ছে চলতি বছর সরস্বতী পুজোর আগেই পাকাপোক্তভাবে বাংলা থেকে বিদায় নেবে শীত।

Advertisements

বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে চলতি সপ্তাহের শেষে এই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১৮ ডিগ্রীতে।

শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২° কম। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে চলতি সপ্তাহের শেষে তা পৌঁছে যাবে ১৬ ডিগ্রিতে।

Advertisements