রাজ্যে কবে থেকে পড়বে শীত, জানিয়ে দিল হাওয়া অফিস

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে আশঙ্কায় ছিলেন রাজ্যের বাসিন্দারা। যদিও এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কোনো রকম ভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এমনকি উপকূলবর্তী কোন কোন জায়গায় বৃষ্টি হলেও তা ছিল ছিটে ফোঁটা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যেভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল তা থেকেও রক্ষা পাওয়া গিয়েছে।

Advertisements

অন্যদিকে এই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কালীপুজোর সময় তাপমাত্রার পারদ যেভাবে নেমে গিয়েছিল তাতে মনে করা হচ্ছিল এই শীত পড়ে গেল! এরপরেই অনেকের মধ্যেই প্রশ্ন আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার ফলে মেঘ পরিষ্কার হয়েছে এবং আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

Advertisements

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এ-ও জানানো হয়েছে, সিত্রাংয়ের জেরে কালীপুজোর সময় তাপমাত্রার পারদ অনেকটা নামলেও আগামী দিন কয়েক দিনের বেলায় তাপমাত্রার পারদ ৫ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে। রাতের দিকেও খুব একটা তাপমাত্রার পার্থক্য হবে না। তবে ভোরের দিকে হালকা অনুভব করা যাবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এই রকম আবহাওয়া দেখা যাবে দিন কয়েক।

Advertisements

যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এখন ২০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে তাহলেও শীত যে এখনই আসছে না তাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ভোরের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেলেও পুরোদস্তুর শীতের জন্য এখনো ৪৫ দিনের বেশি অপেক্ষা করতে হবে রাজ্যের বাসিন্দাদের।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত কয়েকদিন পারদ চড়বে এবং শীতের আগমন ঘটছে না। এমনকি নভেম্বর মাসেও শীতের আগমন ঘটবে না। রাজ্যের বাসিন্দাদের শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত।

Advertisements