নিজস্ব প্রতিবেদন : কোথাও ৭ তো আবার কোথাও ৬ ডিগ্রীর কাছাকাছি নেমেছে তাপমাত্রার পারদ। এবারের শীতের স্পেলে এইরকমই খতরনাক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। শীত এতটাই জাঁকিয়ে পড়েছে যে, এখন শীতবিলাসীরাও বলছেন ‘অনেক হলো’। আবার এমন শীতের (Winter) মাঝেই হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস (Rainfall forecast) জারি করা হলো।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কনকনে এই শীতের মাঝেই চলতি সপ্তাহে বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও খেলা দেখাবে বৃষ্টি। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে মাঠে পড়ে থাকা তুলে নেওয়ার মতো যোগ্য ফসল তুলে নিতে বলা হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির খেলা শুরু হওয়ার পূর্বাভাস যাওয়ার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, শীতের এমন কনকনে ভাব বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই দূরে সরে যাবে। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে তারই পরিপ্রেক্ষিতে এমন বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন ? Cold Wave: ‘যাতে ভয় ছিল সেটাই হলো’! শৈত্যপ্রবাহের মুখোমুখি দক্ষিণবঙ্গের এই জেলা
মঙ্গলবার হালকা ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনায়। একইভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। তবে এরপরেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির খেলা শুরু হবে দক্ষিণবঙ্গের অন্যান্য অধিকাংশ জেলাতে। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
এখানেই শেষ নয়, দক্ষিণবঙ্গের এইসব জেলার পাশাপাশি মঙ্গলবার থেকেই হালকা বৃষ্টিতে ভিজবে বলে মনে করা হচ্ছে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার। এছাড়াও কপাল ভালো থাকলে দার্জিলিঙে তুষারপাত লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টির পাশাপাশি এই তিন জেলাতে কুয়াশার মাত্রাও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। এই বৃষ্টির কারণে শাক সবজি, ফুল ফলের চাষের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। অন্যদিকে বৃষ্টি কমে যাওয়ার পর আবারও শীতের দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে।