জাঁকিয়ে শীত শুধু সময়ের অপেক্ষা, জানিয়ে দিলো হাওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার থেকেই মুখভার রাজ্যের বিভিন্ন জেলার। মেঘলা আকাশের পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে। আর এই মেঘলা আকাশের কারণে যখন রাজ্যে তাপমাত্রার পারদ নামছিল তখন তা হঠাৎ করে আটকে যায়।

Advertisements

Advertisements

দিনের বেলায় গরম, রাত হলেই কিছুটা তাপমাত্রা নামতে থাকে। আর এই করোনাকালে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা মানুষের শরীরে আরও ক্ষতিকর হয়ে উঠছে। যে কারণে বেশিরভাগ মানুষই তাকিয়ে রয়েছেন কবে পড়বে জাঁকিয়ে শীত তার দিকেই। আর এই শীতের আবির্ভাব সম্পর্কেই পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবারের মধ্যেই মেঘ কেটে যাবে। আর মেঘ কাটলেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে হু হু করে। ভেলকি দেখাতে শুরু করবে উত্তুরে হাওয়া। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাহাড় থেকে সমতল সর্বত্র ক্রমেই তাপমাত্রার পারদ নেমে যাবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩° বেশি। তবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪° কম ছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ২° ডিগ্রী বেশি। শনিবার শ্রীনিকেতনের দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১° কম ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াস। রোদ ঝলমলে মেঘের দেখা মিলবে বলে জানানো হয়েছে।

Advertisements