আজ রাত থেকেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামবে ১০ এর নিচে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই হালকা হালকা করে মেঘ কাটতে শুরু করেছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকলেও শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আর মেঘ কেটে গেলেই হুহু করে ঢুকবে উত্তুরে হাওয়া। আজ রাত থেকেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। স্বাভাবিকের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রির কাছাকাছি। এদিকে শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে ১° বেশি। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। তবে আজ মেঘ কেটে গেলেই রাত থেকে তাপমাত্রা নামবে হুড়মুড় করে। তাপমাত্রা পৌঁছে যাবে ১০ এর নিচে।

Advertisements

অন্যদিকে তাপমাত্রা নামার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও হঠাৎ ঠান্ডায় বাঁধা পরে মেঘ বৃষ্টি। যার ফলে গত দু’দিন ধরে তাপমাত্রা কিছুটা হলেও বাড়ে। কিন্তু আবার বছরের শেষে জাঁকিয়ে শীত পরার সর্তকতা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements