LIC Index Plus Plan: ইনসিওরেন্স কভারেজের সঙ্গে মোটা টাকা রিটার্ন! এসে গেল LIC-র নতুন আকর্ষণীয় প্ল্যান

With LIC Index Plus Plan insurance coverage you can get huge returns: বিনিয়োগ ও বিমা করার ক্ষেত্রে হাজার হাজার অপশনের যুগে এখনো বহু মানুষ এলআইসির উপরে ভরসা রাখেন। বিশেষ করে প্রবীনদের এলআইসির উপর অগাধ বিশ্বাস রয়েছে। এখনো বহু মানুষ এলআইসি তেই টাকা জমাতে পছন্দ করেন। সম্প্রতি একটি নতুন স্কিম চালু করেছে লাইফ ইন্সুরেন্স কোম্পানি বা এলআইসি। সঞ্চয় ও বীমা দুটো সুবিধা একই সাথে একই স্কিমে পাওয়া যাবে আর এটাই এই স্কিমের বিশেষত্ব। আমরা কথা বলছি এলআইসি ইনডেক্স প্লাস প্ল্যান (LIC Index Plus Plan) এর ব্যাপারে।

তিন মাসের ঊর্ধ্বে বয়স হলেই তার নামে এই স্কিমে বিনিয়োগ করা যাবে। ৩ মাস থেকে ৬০ বছর অব্দি বয়সের যে কোন মানুষ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এলআইসি ইনডেক্স প্লাস প্লানে (LIC Index Plus Plan) বিনিয়োগ করার সর্বনিম্ন প্রিমিয়াম হল মাত্র ২৫০০ টাকা।

এলআইসি ইনডেক্স প্লাস প্ল্যান (LIC Index Plus Plan) টির সূচনা করেছেন এলআইসির বর্তমান চেয়ারপারসন সিদ্ধার্থ মহান্তি। এটি এমন একটি স্কিম যেখানে সেভিংস এর উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করলেও ম্যাচুরিটির সময় টাকা ছাড়াও পাওয়া যাবে জীবন বীমার সুবিধা। পলিসিটির নিয়ম অনুযায়ী পলিসি চলাকালীন বীমা ও বিনিয়োগের সুযোগ পাবেন বিনিয়োগকারী অর্থাৎ যতদিন পলিসি চলবে ততদিনই বিমার সুবিধা ও বিনিয়োগ করার সুযোগ সুবিধা দুটোই পাবেন বিনিয়োগকারী। পলিসি ম্যাচুরিটি হবার সময় বিনিয়োগকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন 👉 LIC Death Claim: মারা গিয়েছেন পলিসি হোল্ডার! কীভাবে মিলবে LIC-র ডেথ ক্লেইম?

রিপোর্ট অনুযায়ী এতে ঝুঁকির পরিমাণও হবে প্রিমিয়ামের ৭ থেকে ১০ গুন বেশি। এই পলিসিতে লকিং পিরিয়ড রাখা হয়েছে মাত্র ৫ বছর। ৫ বছর পর কিছু টাকা তুলে নিতে পারবেন বিনিয়োগকারী। কমপক্ষে ১০ বছর এবং সর্বাধিক 25 বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করা যাবে। অফলাইন ও অনলাইন দুইভাবেই এই পলিসিটি কিনতে পারবেন গ্রাহকরা। এই পলিসের সবথেকে বড় সুবিধা হল যে কোন মুহূর্তে পলিসিটিকে সারেন্ডার করা যাবে।

৫০ বছরের ঊর্ধ্বে কোন ব্যক্তি এলআইসি ইনডেক্স প্লাস প্ল্যান (LIC Index Plus Plan) পলিসি কিনতে চাইলে তার প্রিমিয়াম হবে বীমার জন্য নির্দিষ্ট অর্থের ৭ গুন। সেক্ষেত্রে পলিসিটির সর্বনিম্ন সময়সীমা হবে ১০ থেকে ১৫ বছর। বিনিয়োগের জন্য সর্বোচ্চ সময়সীমা রাখা হয়েছে ২৫ বছর কিন্তু প্রিমিয়াম এর ক্ষেত্রে কোন সর্বোচ্চ সীমা রাখা হয়নি। ন্যূনতম মাসিক প্রিমিয়াম ২৫০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৭৫০০ টাকা, অর্ধ বার্ষিক প্রিমিয়াম ১৫০০০ টাকা আর বাৎসরিক প্রিমিয়াম ৩০০০০ টাকা। বাৎসরিক প্রিমিয়াম ২৫০০০০ টাকা অব্দি হলে তা করমুক্ত থাকবে তার বেশি হলে অতিরিক্ত কর যুক্ত হবে।