ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে নগদ তুলেছেন! গুনতে হবে কি কি জরিমানা

নিজস্ব প্রতিবেদন : ভারতে দিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কার্ডের ব্যবহার। ডেবিট কার্ড ছাড়াও এখন বহু মানুষের হাতে পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড। তবে অনেকেই এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে একটি বিরাট খারাপ রয়েছে তা ভুলে যান।

সেই ভুল থেকেই বহু সময় দেখা যায় ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে নগদ তুলে নেন তারা। এছাড়াও অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে জরুরী ভিত্তিতে ক্রেডিট কার্ড ব্যবহার করেই নগদ টাকা তুলে নেন। কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি কোন গ্রাহক এটিএম থেকে নগদ টাকা তোলেন তাহলে তাকে বিভিন্ন ক্ষেত্রে জরিমানা দিতে হয়। পাশাপাশি এটিএম থেকে ক্রেডিট কার্ড দিয়ে নগদ তোলার ক্ষেত্রে সুদ অনেক বেশি গুনতে হয়।

১) যখন কোন গ্রাহক ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলেন তখন তাকে প্রথমেই প্রসেসিং ফি হিসেবে নির্দিষ্ট অংকের টাকা গুনতে হয়। এই প্রসেসিং ফির পরিমাণ হতে পারে যত টাকা নগদ তোলা হচ্ছে তার দুই থেকে তিন শতাংশ। পরের মাসে ক্রেডিট কার্ড বিলের সঙ্গে এই মোটা অংকের টাকা যুক্ত হয়।

২) এটিএম কাউন্টার থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ টাকা তোলা হলে তার উপর আলাদা করে সুদও দিতে হয়। সাধারণ হিসেব অনুযায়ী ৩.৫% শতাংশ সুদ দিতে হবে গ্রাহকদের।

৩) ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা হলে সরাসরি ক্রেডিট স্কোরে প্রভাব না পড়লেও সুদের হার এবং প্রসেসিং ফি এতটাই বেশি নেওয়া হয় যে সেই টাকা পরিশোধ করার ক্ষেত্রে অনেক কষ্ট বহন করতে হয় গ্রাহকদের। এই পরিস্থিতিতে অনেকেই সেই টাকা শোধ করতে পারেন না এবং তা না হলেই ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে।