বিনামূল্যে নেট ছাড়াই Vodafone জানাবে সব প্রশ্নের উত্তর Google-এর মত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘Google’ হল একপ্রকার সমস্ত সমস্যার সমাধান। কোন কিছু জানা না থাকলেই স্মার্টফোনের ব্রাউজার খুলে ‘Google’ সার্চে তা টাইপ করতেই অনায়াসে বেরিয়ে আসে উত্তর। শুধু তাই নয়, এখন কোথায় কি হচ্ছে তাও বলে দেয় ‘Google’ নিমেষে। কিন্তু এই ‘Google’-এর পরিষেবা ব্যবহার করতে আপনার মোবাইলে অবশ্যই থাকতে হবে ইন্টারনেট। আর যদি তা না থাকে তাহলে পুরো বিষয়টিই অকেজো।

Advertisements

Advertisements

তবে চিন্তা করার কিছু নেই, এই সমস্যার সমাধান করতে Vodafone নিয়ে এলো এক দুর্দান্ত পরিষেবা। যার মাধ্যমে আপনার মোবাইলে নেট না থাকলেও শুধুমাত্র একটি নাম্বার ডায়াল করেই জানতে পারবেন ‘Google’-এর মত সব প্রশ্নের উত্তর, তাও আবার বিনামূল্যে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। দিন কয়েক আগে Vodafone নিয়ে এসেছে এই নয়া পরিষেবা। যা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Advertisements

নেট ছাড়া Vodafone গ্রাহকরা কিভাবে এই ‘Google’-এর মত প্রশ্নের উত্তর পাবেন নিমেষে?

ইন্টারনেট ছাড়া Vodafone গ্রাহকদের এই পরিষেবা পেতে শুধুমাত্র ডায়াল করতে হবে একটি নাম্বার, যাতে ডায়াল করার জন্য আপনার থেকে কোনরকম শুল্ক ধার্য করবে না Vodafone। নাম্বারটি হল ’00 08009191000’।

এই নাম্বারে ফোন করার পর ভোডাফোনের তরফ থেকে IVR এর মাধ্যমে দুটি অপশন বলা হবে। একটি হল ভাষা পরিবর্তনের এবং অন্যটি হলো স্থান পরিবর্তনের। এর পরেই আপনি আপনার ইচ্ছামত প্রশ্ন করলেই তার উত্তর দেবে Vodafone।

উদাহরণস্বরূপ, আপনি প্রশ্ন করতে পারেন ‘আগামীকাল দিল্লির তাপমাত্রা কত থাকবে?’ Vodafone সাথে সাথে জানিয়ে দেবে আগামীকাল দিল্লির তাপমাত্রা কত থাকবে। এছাড়াও আপনি এই পরিষেবার মাধ্যমে নিকটবর্তী হোটেল, দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক কোনো খবর সব কিছুরই উত্তর পেয়ে যেতে পারেন নিমেষে।

Advertisements