প্রায়শই কিছু মানুষকে রাস্তা দিয়ে বিশৃঙ্খল ভাবে গাড়ি ও মোটরসাইকেল চালাতে দেখা যায়। এমন সময় পুলিশ পাকড়াও করলে রাস ড্রাইভিং এর কারণে জরিমানা (Penalty) দিতে হতে পারে। তবে সেই সময় পুলিশ গাড়ি ও বাইকের বিমার নথি দেখতে চাইলে, টা দেখতে না পারলে আরো বড় জরিমানা (Penalty) ও শাস্তির মুখে পড়তে হতে পারে পারে।
আমাদের দেশে পথ নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে এটি একটি জটিল সমস্যা হয়ে উঠেছে। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ২০১৯ সালে একটি প্রতিবেদন শেয়ার করেছিল, যেখানে দুর্ঘটনা সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ছিল ১,৫১,১১৩। এই সংখ্যাটি সত্যিই উদ্বেগের বিষয়। সেই থেকে ভারত সরকার ক্রমাগত এই ধরনের ক্ষতি হ্রাস করার চেষ্টা করছে। সেই কারণে সেই বছরই মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (motor vehicle amendment act) ২০১৯ কার্যকর করা হয়। যাতে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য জরিমানা বৃদ্ধি করা হয়।
এই আইন প্রণয়ন করার উদ্দেশ্য হল নিয়মানুবর্তিতা বৃদ্ধি করা এবং নাগরিকদের আরও দায়বদ্ধ করে তোলা। কোনও দুর্ঘটনা হলে মোটর ইনস্যুরেন্স (motor insurance) আপনার, আপনার গাড়ি বা থার্ড পার্টির যে কোনও ধরনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। তাই ভারতে গাড়ির ইনস্যুরেন্স (car insurance) থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে হারে মোটর গাড়ির দুর্ঘটনা ঘটে, তা বিবেচনা করে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী, ভারতীয় রাস্তায় চলাচল করা সমস্ত গাড়ির জন্য ইনস্যুরেন্স (car insurance) থাকা বাধ্যতামূলক। পলিসি হোল্ডারের বেসিক থার্ড পার্টি ইনস্যুরেন্স কভার থাকা বাধ্যতামূলক। প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রবণতা হ্রাস করার জন্য, ভারত সরকার ২০১৯ সালে মোটর ভেহিকেলস আইনে সংশোধন করে। যাঁদের নিজস্ব গাড়ি আছে তাঁদের অবশ্যই মোটর ইনস্যুরেন্স (car insurance) পলিসির ডকুমেন্ট সাথে রাখতে হবে। যদি এমন সময় পলিসির ডকুমেন্ট না থাকে তাহলে গাড়ি ও বাইক চালকদের ২০০০টাকা জরিমানা দিতে হবে।
তাই আপনার টু/ফোর-হুইলার বা অন্য কোনও কমার্সিয়াল গাড়ি, যা-ই থাকুক না কেন, আপনার কাছে সব সময় সঠিক ইনস্যুরেন্স থাকা গুরুত্বপূর্ণ। তাই এই জরিমানা এড়ানোর জন্য অবশ্যই বাইক ইনস্যুরেন্স (bike insurance) পলিসি সাথে রাখুন। যদিও এখন গাড়ির ইনস্যুরেন্স কেনা খুব সহজ এবং ঝঞ্ঝাট-মুক্ত। এবং যার জন্য লাভবান হবেন আপনিই। তাই এমন সমস্যা থেকে বাঁচতে সব সময় গাড়ির বিমা সঙ্গে রাখুন।