নিজস্ব প্রতিবেদন : রেললাইনে কাজ চলার কারণে ১১ জোড়া মেল, এক্সপ্রেস ট্রেন (Train) বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বর্ধমান থেকে সাহেবগঞ্জ রুটের বহু লোকাল ট্রেনও। এমন পরিস্থিতিতে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বীরভূমের একাংশের সঙ্গে কলকাতা সহ অন্যান্য জায়গার। তবে ট্রেন এড়িয়ে কিভাবে রামপুরহাট থেকে কলকাতা অথবা কলকাতা থেকে রামপুরহাট যাতায়াত করা যেতে পারে?
ট্রেন যোগাযোগ এইভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে তারাপীঠে (Tarapith) বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের সংখ্যা একেবারেই কমে গিয়েছে। তবে এর পরেও রামপুরহাট এবং তারাপীঠ থেকে কলকাতা অথবা কলকাতা থেকে রামপুরহাট বা তারাপীঠ আসার সহজ পথ রয়েছে। কেননা সিউড়ি থেকে প্রতিদিন দুটি ট্রেন হাওড়া এবং শিয়ালদা পর্যন্ত যাতায়াত করছে আগের মতই। একটি হলো সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস (Siuri Sealdah Memu Express) এবং অন্যটি হলো হুল এক্সপ্রেস (Hool Express)।
ট্রেন ছাড়াও রয়েছে একের পর এক বাস। রামপুরহাট থেকে প্রতিদিন একাধিক বাস ধর্মতলার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। এছাড়াও তারাপীঠ থেকেও ধর্মতলার উদ্দেশ্যে রয়েছে সরকারি বাস। রামপুরহাট এবং তারাপীঠ ছাড়াও সিউড়ি থেকে ঘন্টায় ঘন্টায় রয়েছে সরাসরি কলকাতা যাওয়ার সরকারি বাস। এই সকল বাসে চড়েও কলকাতা থেকে বীরভূম অথবা বীরভূম থেকে কলকাতা যাতায়াত করা যেতে পারে।
রামপুরহাট এবং সিউড়ি থেকে ভোর ৪টে, ৪টে ২০, ৫টা ৩০, ৫টা ৪৫, ৭:৩০, ৯:৪০, ১০:৪৫, ১২:১৫ ইত্যাদি বিভিন্ন সময়ে রয়েছে ধর্মতলা যাওয়ার বাস। শুধু রামপুরহাট অথবা সিউড়ি নয়, পাশাপাশি তারাপীঠ থেকেও প্রচুর বাস রয়েছে কলকাতা যাওয়ার জন্য। রামপুরহাট থেকে যে সকল টাইমে বাস ছাড়া হয় তার ঠিক ১০ মিনিট পর তারাপীঠ থেকে বাসের ব্যবস্থা রয়েছে।
তারাপীঠ থেকে কলকাতার প্রথম বাস হল ভোর ৪ঃ৩০ মিনিট। এরপর রয়েছে সকাল ছটা, ৬:৩০, ৮টা, ১০টা, ১১:৩০, দুপুর ১টা। এই সকল বাসের কোনোটির ভাড়া ২০০ টাকা আবার কোনটির ভাড়া ২৫০ টাকা। সুতরাং এই সকল উপায় অবলম্বন করে অনায়াসেই কলকাতা থেকে বীরভূম এবং বীরভূম থেকে কলকাতা যাতায়াত করা যেতে পারে।