Advertisements

ভোটার কার্ড নেই! দিতে পারবেন ভোট, জানালো কমিশন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভোটের সময় ভোট কেন্দ্রে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটার কার্ডই প্রয়োজন হবে এমনটা নয়। তবে অবশ্যই ভোটার তালিকায় ওই ভোটারের নাম থাকতে হবে। তাহলেই তিনি ভোট দিতে পারবেন। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে।

Advertisements

Advertisements

বহু ক্ষেত্রেই দেখা যায় ভোটের সময় ভোটাররা হাতের কাছে ভোটার কার্ড পান না। যে কারণেই তারা ভেবে থাকেন হয়তো ভোট দিতে পারবেন না। কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে অন্য কোনো পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে এবং ভোট দেওয়া যাবে। সেক্ষেত্রে ভোটার কার্ড ছাড়া কি কি পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে তা সম্পর্কেও জানিয়েছে কমিশন।

Advertisements

[aaroporuntag]
ভোটার কার্ডের পরিবর্তে যে সকল পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে তা সম্পর্কে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় রয়েছে MNREGA প্রদত্ত জব কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক, শ্রম মন্ত্রক প্রদত্ত হেলথ স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড।

এছাড়াও দেখানো যাবে NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, সচিত্র পেনশন পত্রের কাগজ, কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দ্বারা প্রদত্ত অফিসের সচিত্র পরিচয়পত্র, সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্য দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র ইত্যাদি।

Advertisements