নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ বাড়ছে। ভোটমুখী বাংলার এই তাপমাত্রা বৃদ্ধিকে সাময়িকভাবে স্বস্তি দিতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
দীর্ঘ শীতের অবসানের পর গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পারদ ক্রমশ বাড়তে বাড়তে তা বর্তমানে প্রায় ৩৭ ডিগ্রিতে পৌঁছেছে। হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল মার্চ মাসের শেষের দিকেই তাপমাত্রার পারদ ৪০° এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর এমত অবস্থায় যখন রাজ্যের বাসিন্দারা নাজেহাল তখন বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়া এবং পূবালী গরম হওয়ার বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। আর এর প্রভাবে আগামী রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এর পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
[aaroporuntag]
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিং জেলায়।