Ambani Family: বয়সে বড় ছাড়া বৌমা পছন্দ হয় না আম্বানিদের! মুকেশের বড় ছেলের পর বয়সে বড় ছোট ছেলের বৌ-ও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Wives of two sons are older than them in Ambani Family: বাকি মাত্র ১ থেকে ১.৫ মাস ২০২৪ এর জুলাইতে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি বিয়ে করতে চলেছেন তার প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। কিছুদিন আগেই গুজরাটে এলাহী আয়োজন করে পালন করেছেন প্রাক বিবাহ অনুষ্ঠান। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজির ছিলেন বড় বড় সেলিব্রিটি সহ বিশ্বের প্রথম সারির ধন কুবেরেরা। শোনা গেছে, ইতালিতে নাকি আরো একবার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে বিশ্ব বিখ্যাত গায়িকা শাকিরা গান গাইতে চলেছেন। তবে এইসব খবরের মাঝে আম্বানি পরিবার সম্পর্কে সামনে এসেছে আরো একটি চমকপ্রদ খবর।

Advertisements

ভারতবর্ষে বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে। সাধারণত স্বামী স্ত্রীর বয়স খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দেশে। নিয়ম অনুযায়ী, স্বামীর বয়স সব সময় স্ত্রীর থেকে সামান্য হলেও বেশি হওয়া বাঞ্ছনীয়। এটা ভারতের যেকোনো ধর্মের বিবাহ বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হিসেবে মনে করা হয়। কিন্তু ভালোবাসার কাছে এই সমস্ত রীতি খুবই তুচ্ছ। ভালোবাসা বয়স মানে না। আম্বানি পরিবারের (Ambani Family) প্রত্যেক সদস্য সম্মান জানিয়েছেন ভালোবাসাকে। বয়স সেখানে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

Advertisements

মুকেশ আম্বানির ২ পুত্র বধু শ্লোকা এবং রাধিকা দুজনেই তাদের স্বামীদের তুলনায় বয়সে খানিকটা বড়। কিন্তু তাতে কিছুই যায় আসে না স্বামী স্ত্রী অথবা পরিবারের অন্যান্য সদস্যদের। তারা এই পার্থক্যকে সাদরে গ্রহণ করেছেন। ভালোবাসাকে সম্মান জানিয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন শ্লোকা ও তার স্বামী আকাশ আম্বানি। খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ২ জুটি কিন্তু তাদের সম্পর্কে খুশি। বয়স তাদের মাঝে কোনরকম ভেদাভেদ তৈরি করতে পারেনি। চলুন জেনে নেওয়া যাক আম্বানি পরিবারের (Ambani Family) পুত্র ও পুত্র বধূদের বয়স কত?

Advertisements

আরও পড়ুন ? Petrol-Diesel Price: মুকেশ আম্বানির সাহায্যে স্বস্তি পাবে কেন্দ্র! পেট্রোল-ডিজেলের দামে আসতে পারে বড় বদল

মুকেশ আম্বানির জ্যেষ্ঠ পুত্র আকাশ আম্বানি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিরে ব্যবসায়ী মোনা মেহতা এবং রাসেল মেহতার কন্যা শ্লোকার সঙ্গে। শ্লোকা তার স্বামীর চেয়ে বয়সে প্রায় ১ বছরের বড়। শ্লোকার জন্মতারিখ হল ১১ই জুলাই ১৯৯০। এদিকে আকাশ আম্বানি জন্মগ্রহণ করেন ২৩ শে অক্টোবর ১৯৯১ তে। তাদের আলাপ হয়েছিল ছোটবেলাতেই। স্কুল জীবনের প্রেম বলতে যা বোঝায় তাই ঘটেছিল তাদের জীবনে। তবে বয়সের বাধা না মেনে তারা শেষমেষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বীকৃতি দিয়েছেন নিজেদের ভালোবাসাকে। রাধিকা এবং অনন্তের বয়সের ফারাক (Age Difference) রয়েছে বেশ কয়েক মাসের। অনন্ত আম্বানির জন্ম তারিখ ১০ ই এপ্রিল ১৯৯৫। এবং রাধিকা মার্চেন্টের জন্মদিন ১৮ই ডিসেম্বর ১৯৯৪। অর্থাৎ রাধিকা মার্চেন্ট তার স্বামীর চেয়ে ৪ মাসের বড়। কিন্তু এই কয়েক মাসের ফারাক কোনরকম প্রভাব ফেলে নি তাদের ভালোবাসায়। তারাও খুব শীঘ্রই নিজেদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রেম কাহিনীও শুরু হয় স্কুল জীবন থেকেই। এরপর তাদের জীবনে বয়ে গেছে অনেক ঝড় ঝাপটা। সম্মুখীন হতে হয়েছে অনেক বিপদ আপদের। কিন্তু তাদের ভালোবাসায় কোনো রকম প্রভাব পড়তে দেয়নি তারা। এই মুহূর্তে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে সবথেকে বড় খবর। অনন্ত ম্বানির বিয়ে নিয়ে মেতে রয়েছেন গোটা পরিবার (Ambani Family)। সোশ্যাল মিডিয়াও অনন্ত আম্বানির বিয়ে নিয়ে সরগরম হয়ে রয়েছে। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা আলোচনা তো একটু হবেই।

Advertisements