মহিলাদের জন্য এই সকল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা অর্থমন্ত্রী দ্বারা বাজেট পেশ করার পরিপ্রেক্ষিতে মহিলাদের জন্য বাড়তি আশা প্রথম থেকেই করা হচ্ছিল। বাজেট পেশ করার সময় তার বাস্তবতা লক্ষ্য করা যায়। মহিলাদের জন্য রাজ্যের একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisements

রাজ্যের বাজেট অনুযায়ী ১৩ লক্ষের বেশি মহিলারা যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তাদের এ যাবৎ বাজেট ছিল ১,৫৬০ কোটি টাকা। এবার সেই বাজেট বাড়িয়ে করা হলো ২৫০০ কোটি টাকা। এছাড়াও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, আগামী চার বছরে রাজ্যে ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য স্থির করা হয়েছে।

Advertisements

মহিলাদের জন্য রাজ্যের আরও একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যও বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে। এই প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে মাসে ১০০০ টাকা করে পান। এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Advertisements

পাশাপাশি বাজেটে ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের মধ্যে রাজ্যের সব জায়গায় পৌঁছে দেওয়া হবে পানীয় জল। চা বাগানে আয় বৃদ্ধির জন্য কর মুকুব করার ঘোষণা করা হয়েছে। এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটির রাজ্য বাজেট পেশ করলেন।

এর পাশাপাশি নারী ও শিশু কল্যাণ প্রকল্পে ১৭.৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে ১৯ হাজার ২৩৮ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে রাজ্যের নতুন করে ৮ লক্ষ মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন। এই সকল মহিলাদের এই বছর ১ এপ্রিল থেকে বিধবা ভাতা দেওয়া শুরু করা হয়।

Advertisements