টিকিট পরিদর্শকদের (Travelling ticket examiner) বিনা টিকিট ট্রেন (Train) যাত্রীদের ধরা ভারতে একটি অস্বাভাবিক দৃশ্য নয়। কিন্তু একজন মহিলা কর্মকর্তার এমন কাজ বিরল যখন একজন নারী টিকিট পরিদর্শক (Travelling ticket examiner) জরিমানা আদায়ের রেকর্ড গড়েন। তখন তিনি সাধুবাদ পেতেও বাধ্য। ভারতীয় রেল (Indian Railways) রোজালিন অরোকিয়া মেরির জন্য সমস্ত প্রশংসা করেছেন, যিনি সম্প্রতি প্রথম মহিলা টিকিট পরিদর্শক (Travelling ticket examiner) হয়েছিলেন যিনি টিকিট ছাড়া যাত্রীদের কাছ থেকে ১ কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছেন।
ভারতের রেল মন্ত্রকের একটি টুইটে জানা যায় প্রথম মহিলা কর্মীর নাম। যিনি ১ কোটি টাকার বেশি টাকা ফাইন হিসাবে সংগ্রহ করেছেন। ভারতীয় রেলের ওই কর্মীর নাম রোজালিনা আরকিয়া ম্যারি। তিনি দক্ষিন রেলওয়ের প্রধান টিকিট ইন্সপেক্টর। রেলের সাম্প্রতিক পোস্টে বলা হয় যে তিনি ১.০৩ কোটি টাকার ফাইন সংগ্রহ করেছেন। ভারতীয় রেলের ওই টুইট পোস্টের সঙ্গে সঙ্গেই ৭০০ লাইক সহ একাধিক কমেন্ট আসতে থাকে।
টিকিট চেকার রোজালিনা আরকিয়া ম্যারির প্রশংসা করে ভারতীয় রেল তার টুইট করেছে। টুইটারের সেই পোস্টের ক্যাপশনে লেখা আছে, @GMSRailway-এর CTI (প্রধান টিকিট পরিদর্শক) শ্রীমতী রোজালিন অরোকিয়া মেরি কর্তব্যপরায়ণতার নজির স্থাপন করেছেন। ভারতীয় রেলের টিকিট-চেকিং কর্মীদের মধ্যে তিনিই প্রথম মহিলা, যিনি অনিয়মিত/টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ১.০৩ কোটি টাকার জরিমানা আদায় করেছেন। রেলের টুইটে দেওয়া ছবিতে ম্যারিকে টিকিট চেক ও ফাইন সংগ্রহ করতে দেখা গিয়েছে।
আর এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই রেলকর্মীর ভূয়সী প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমাদের ভারতকে এক উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের এরকম আরও চ্যালেঞ্জিং এবং নিষ্ঠাবান নারীদের প্রয়োজন। অভিনন্দন রোজালিন। এভাবেই এগোতে থাকুন।
টুইটারে রোজালিনের একজন বন্ধু প্রকাশ করেছেন যে, রোজালিন, তোমার বন্ধু হতে পেরে আমি গর্বিত। তোমাকে জেনে আমি তোমার কৃতিত্বে বিস্মিত নই। তোমার কর্তব্যের প্রতি তোমার নিষ্ঠা, প্রতিশ্রুতি এবং আন্তরিকতা দেখায়। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি যে দায়িত্বশীল কাজটি সম্পন্ন করেছেন তার পুরস্কার হিসাবে তিনি পদোন্নতি পাবেন না। তবুও আমরা ভারতীয়রা তার কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং কর্তব্যপরায়ণতা উদযাপন করি।