‘বাড়াবাড়ি নয়’, ব্লাউজ না পরে গায়ে মেহেন্দি দিয়ে কাজ চালিয়ে নিলেন মহিলা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হতে লক্ষ্য করে থাকি। তবে সেই সকল ভাইরাল হওয়া জিনিসগুলির মধ্যে বেশ কিছু জিনিস সুন্দর, নতুনত্ব ইত্যাদির জন্য নেটিজেনদের মন জয় করে থাকে। আবার কোন কোন ক্ষেত্রে নেটিজেনদের কাছে তা অসহ্য হয়ে পড়ার কারণেও ভাইরাল হয়।

Advertisements

সম্প্রতি এমনই একটি মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন ‘বাড়াবাড়ি’ হচ্ছে। নেটিজেনদের অনেকেই ভাইরাল হওয়া এই ভিডিওতে কমেন্ট করে বিস্ময় প্রকাশ করেছেন ‘বাড়াবাড়ি নয়!’ আবার অনেকেই এমন নতুন ধরনের চিন্তাভাবনা ও কারুকার্যের জন্য ওই ভিডিওর প্রশংসা করার পাশাপাশি ওই মহিলার সাহসী পদক্ষেপের জন্য তাকে উৎসাহ দিয়েছেন।

Advertisements

ঠিক কী রয়েছে ভিডিওতে? এমনিতে এখন বডি পেন্টিং বা বডি আর্ট নেট মাধ্যমে লক্ষ্য করা যায়। পাশাপাশি এই সকল জিনিসগুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করারও খামতি নেই। তবে আমাদের দেশে এই ধরনের বডি-আর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কম হয়ে থাকে। এমত অবস্থায় এক মহিলাকে লক্ষ্য করা গিয়েছে, তিনিই ব্লাউজই পরেন নি। পরিবর্তে গায়ে এঁকেছেন মেহেন্দি দিয়ে ব্লাউজের আদলে নকশা। আর তারপর সাদা শাড়ি পড়ে বেরিয়ে পড়েছেন। এই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

Advertisements

এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ মেহেন্দি শিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন। আবার অনেকেই এটিকে সংস্কৃতি বিরুদ্ধ হলে দোষারোপ করেছেন। যা নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এই ভিডিওটি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এই বডি আর্টের স্বপক্ষে মন্তব্য করে অনেকেই জানিয়েছেন, বর্তমানে মেহেন্দি কেবলমাত্র হাতে এবং পায়ে পরা হয়ে থাকলেও এক সময় শরীরের বিভিন্ন অংশে এই মেহেন্দি পরার চল ছিল। সুতরাং তারা এটিকে শহীদ শৈল্পিক ফ্যাশান হিসাবেই দেখছেন।

Advertisements