Women Facilities in Budget: বাপ বাপ বলে মিলবে সুবিধা, মহিলাদের জন্য কেন্দ্র নিল ৫ বিরাট সিদ্ধান্ত

Prosun Kanti Das

Published on:

Advertisements

প্রসূন কান্তি দাসঃ সম্প্রতি সংসদে পেশ হল বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় বাজেট। বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কিছু কিছু জিনিসের দাম যেমন ঊর্ধ্বমুখী হয়েছে আবার অনেক জিনিসের দাম কমেছে। বহু পাওয়া না পাওয়ার মাঝে মহিলাদের জন্য কি নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার? আজকের প্রতিবেদনে সেইটাই হলো আলোচ্য বিষয় । মহিলাদের জন্য (Women Facilities in Budget) কেন্দ্রের নেওয়া পাঁচটি সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের মহিলারা।

Advertisements

তৃতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করার কথা বলেছেন। তার মতে, দেশের উন্নয়নের পাশাপাশি নারী শক্তির উন্নয়ন (Women Facilities in Budget) হওয়া একান্ত প্রয়োজনীয়। তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটি বারবার সামনে উঠে এসেছে। তার সেই মনোভাবের প্রতিফলন সম্প্রতি কেন্দ্রীয় বাজেটেও লক্ষ্য করা গেছে।

Advertisements

নবনির্মিত সরকার হল নরেন্দ্র মোদির ৩.০ সরকার। বাজেটের দিন নির্মলা সীতারামন ৫৭ মিনিটের ভাষণে মহিলা কথাটি উচ্চারণ করেছে বহুবার। অর্থাৎ তার বাজেটে মহিলারা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের দিকে যেমন কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে তেমনি মহিলাদের উন্নয়নে তারা যথেষ্ট চেষ্টা করছে। মোদি সরকারের প্রথম বাজেটে মহিলাদের অগ্রাধিকার (Women Facilities in Budget) দেওয়া হয়েছে সম্প্রতি কেনার ক্ষেত্রে।

Advertisements

আরও পড়ুন ? Angel Tax: অ্যাঞ্জেল ট্যাক্সের পাট চুকিয়ে দিল কেন্দ্র, কাদের উপকারে লাগবে এমন সিদ্ধান্ত

যদি কোন মহিলা সম্পতি কেনেন কিংবা বিক্রি করেন তাহলে তিনি টেম ডিউটিতে বিশেষ ছাড় পাবেন। এমনটাই সেদিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহিলাদের আরও বেশি করে কর্মমুখী করার জন্য এই দিন বাজেটে ঘোষণা করা হয় যে, দক্ষতা উন্নয়ন খাতে বরাদ্দ করা হবে তিন লক্ষ কোটি টাকা। মহিলাদের কর্ম ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য মহিলা হোস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথাও সেদিন বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বর্তমানে বেশিরভাগ মহিলা চাকরিজীবী। একক পরিবারে যেসব মহিলারা চাকরিজীবী তাদের সন্তানদের দেখাশোনা করার একটা সমস্যা তৈরি হয়। এই বিষয়ে মহিলাদের সহায়তা করার জন্য নির্মলা সীতারমন ঘোষণা করেন ক্রেশ তৈরির কথা। এমনকি স্বাস্থ্য খাতেও মহিলাদের জন্য (Women Facilities in Budget) অর্থ বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। দেশের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা এবার থেকে আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসবে।

Advertisements