নিজস্ব প্রতিবেদন : প্রকৃতির শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষকে। কিন্তু এই আমরাই প্রকৃতিকে যথেচ্ছভাবে ধ্বংস করে চলেছি প্রতিনিয়ত। বন জঙ্গল কেটে আমরা তৈরি করেছি ফ্ল্যাট। নিজেদের জন্য আবাস তো আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু প্রকৃতির অন্য সকল পশুদের কথা ভুলেই গেছি।
এই কারণে প্রায়ই দেখা যায় যে বন জঙ্গল ছেড়ে বাঘ, সিংহ লোকালয়ে এসে হানা দিয়েছে। তারপর বনদপ্তরের কর্মীরা তাদের ধরে নিয়ে যায়। কিন্তু দোষটা আদপে তাদের নয়, দোষটা আমাদের মত মানুষের। আমরা বন জঙ্গল কেটে পাঁচতলা ফ্ল্যাট তৈরি করতে করতে প্রকৃতির অন্য সকল জীবদের মাথা গোঁজার ঠাঁই টুকুও কেড়ে নিয়েছি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটি দেখার পরে যে কোন মানুষ লজ্জায় মুখ ঢাকবেন। গাছ কাটতে কাটতে আজ পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে, তা এই ভিডিওটি দেখলে সহজেই বোঝা যায়।
নাগরিক সভ্যতার উন্নতির সাথে সাথে গাছপালার সংখ্যা কমতে শুরু করেছে। আর গাছপালার সংখ্যা কমতে থাকায় বাসস্থান হারিয়েছে বন্যজীবরা। গাছ নেই, তাই বাসা বানানোর জায়গাও নেই! বাধ্য হয়ে দেওয়াল ঠোকরাচ্ছে কাঠঠোকরা! গাছের গুঁড়ি ঠুকরে ঠুকরে বাসা বানায় বলেই তাদেরকে কাঠঠোকরা বা Wood picker বলা হয়। গাছই তাদের আশ্রয়স্থল। আর সেই গাছ হারিয়ে আজ তারা দেওয়াল ঠুকরে চলেছে বাসা বানানোর অভিপ্রায়ে! নিজেদের মাথার ওপর ছাদ তো আমরা তৈরি করে নিয়েছি, কিন্তু এই সকল প্রকৃতির সন্তানদের মাথার থেকে আশ্রয় কেড়ে নিয়েছি! ভিডিওটি দেখে তাই হতবাক হয়ে যেতে হয়।
Urbanised woodpecker?
Digging for nest in a concrete wall must be a new low.Had never realised that it’s beak can be so strong .. pic.twitter.com/CI2HM3WHhQ
— Susanta Nanda IFS (@susantananda3) August 23, 2020
ভিডিওটি শেয়ার করার সময় আইএফএস অফিসার সুশান্ত নন্দা এটিকে কংক্রিটের দেওয়াল বলে দাবি করলেও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা অনেকেই জানিয়েছেন এটি কংক্রিটের দেওয়াল নয়। তবে কংক্রিটের দেওয়াল না হলেও পাখিদের খারাপ পরিস্থিতি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন।