Haldia-Mecheda Road: শুরু হবে হলদিয়া-মেচেদা রুটের রাস্তা সম্প্রসারণের কাজ, চরম নির্দেশ দিলেন ব্যবসায়ীদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Haldia-Mecheda Road: পূর্ব মেদিনীপুর জেলার যাতায়াতের প্রধান রাস্তা হলো হলদিয়া টু মেচেদা রুট। যে রাস্তার চারিপাশে নানান দোকান বাজার হয়ে সংকীর্ণ হয়ে গিয়েছে রাস্তা। অন্যদিকে বেড়েছে যানবাহনের সংখ্যা। যার ফলে প্রায়ই অভিযোগ ওঠে রাস্তার সম্প্রসারণ নিয়ে। আর সেই রাস্তা সম্প্রসারণ নিয়েই নয়া ঘোষণা করলো পূর্ত ও সড়ক বিভাগ। সংশ্লিষ্ট রুটের যাত্রীদের কি খবর শোনালো পূর্ত ও সড়ক বিভাগ?

Advertisements

প্রসঙ্গত, হলদিয়া-মেচেদা রুটের (Haldia-Mecheda Road) রাস্তা সম্প্রসারণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে নানান প্রস্তুতি। রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দু-পাশের জায়গা খালি করে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে বহুবার। এমনকি সরকারি রাস্তা থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও তারা আবারও জাঁকিয়ে বসে ব্যবসা চালাচ্ছে। এবার সেই রাস্তা সম্প্রসারণ নিয়ে চরম ব্যবস্থা নিল সড়ক বিভাগ। ব্যবসায়ীদের জায়গা খালি করে দেওয়ার সময়সীমা বেঁধে দিল সড়ক বিভাগ তরফে।

Advertisements

খবর রয়েছে ইতিমধ্যেই ৭৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণ হচ্ছে মঞ্জুশ্রী থেকে দুর্গাচক পর্যন্ত। যা ২০২৬ সালের মাঝামাঝিতেই শেষ হয়ে যাওয়ার টার্গেট রেখেছে তমলুকের পূর্ত ও সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা। আর এর পাশাপাশি নিমতলা থেকে মঞ্জুশ্রী পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হওয়ার কথা জানালো সড়ক বিভাগ। কত মিটার চওড়া হবে রাস্তা?

Advertisements

আরও পড়ুন: দ্রুতগতিতে এগোচ্ছে কাজ, সমুদ্রের নীচে এবার জিও-র কেবল

জানা গেছে, তমলুক থেকে মঞ্জুশ্রী পর্যন্ত বর্তমানে রাস্তা চওড়া রয়েছে ৭ মিটার। তবে সম্প্রসারণের পর তা বৃদ্ধি পেয়ে ১০ মিটার পর্যন্ত হবে বলে জানিয়েছে তমলুকের পূর্ত ও সরক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্তিকচন্দ্র দাস। তবে শুধু রাস্তার (Haldia-Mecheda Road) সম্প্রসারণ নয়, এর পাশাপাশি রাস্তা দুই পাশে রাখা হবে হেঁটে চলার মতো ফুটপাত। এমনকি বাজার সংলগ্ন এলাকাগুলিতেও ড্রেনেজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। আর এর জন্যই রাস্তার দুপাশে জায়গা খালি করে দেওয়ার চরম নির্দেশ দিলেন পূর্ত ও সড়ক বিভাগ।

সড়ক বিভাগ তরফে নির্দেশিকায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সড়কের পার্শ্ববর্তী জায়গা খালি করতে হবে ব্যবসায়ীদের। যে বা যারা অবৈধভাবে দখলদারি নিয়ে আছেন এবং প্রাইভেট, বাণিজ্যিক গাড়ি বা অন্যান্য জিনিস সরকারি রাস্তার উপর রেখেছেন তাদের জানানো হয়েছে সেই সব জিনিস দ্রুত সরিয়ে নেওয়ার। আগামী ৭ দিনের মধ্যে তা না করলে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ত ও সড়ক বিভাগ। মূলত রাস্তা (Haldia-Mecheda Road) সম্প্রসারণের কাজ খুব শীঘ্রই শুরু করতে এই চরম নির্দেশ সড়ক বিভাগের।

Advertisements