World Bank: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাঙ্ক

Prosun Kanti Das

Updated on:

Advertisements

World Bank: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাংক। অর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য সুখবর নিয়ে এলো বিশ্ব ব্যাংক (World Bank)। আগামী বছরের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হার রাখা হয়েছে সাত শতাংশ। সেপ্টেম্বর ২০২৪ এ বিশ্ব ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের তুলনায় আগামী বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কিছুটা বৃদ্ধি বেড়ে চলেছে। আগামী বছরের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হার ৭% ধরা হয়েছে।

Advertisements

দুমাস আগে অর্থাৎ জুন মাসে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের জন্য ভারতের আনুমানিক অর্থনৈতিক বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছিল। বিশ্ব ব্যাংকের (World Bank) তরফ থেকে জানানো হয়েছিল, এই বছর ৬.৬ শতাংশ থাকতে পারে অর্থনৈতিক বৃদ্ধির হার। এরপর সেপ্টেম্বর মাসে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের আনুমানিক অর্থনৈতিক বৃদ্ধির হারও নির্ধারণ করেছে বিশ্ব ব্যাংক। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছর এই হার অনেকটাই বেড়ে যেতে চলেছে। তাই সাত শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে অর্থনৈতিক বৃদ্ধির হার। বেশ কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। তাই ভারতকে নিয়ে করা এই গণনা সঠিক হবে বলেই আশা রাখছে বিশ্ব ব্যাংক।

Advertisements

২০২৪ এ এখনো পর্যন্ত বৃষ্টির হার স্বাভাবিক রয়েছে। গোটা বর্ষাকাল জুড়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকার কারণে ফলন ভালো হচ্ছে। যার ফলে ভারতের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই উন্নতির প্রভাব পড়বে আগামী বছর। চলতি বছরের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হার ৬. তেই স্থির রাখার কথা জানানো হয়েছে বিশ্ব ব্যাংকের (World Bank) তরফ থেকে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রটি অনেকাংশে নির্ভর করে ভারতীয় অর্থনীতির উপর। তাই ভারতের অর্থনীতি বিচার করা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই কারণেই অর্থনীতির এই উন্নতি সামনে আনতে পেরেছে বিশ্ব ব্যাংক।

Advertisements

আরো পড়ুন: সবথেকে বেশি কর দিলেন কোন সেলিব্রেটি, শাহরুখ, সালমান নাকি অমিতাভ

বিশ্ব ব্যাংকের (World Bank) তরফ থেকে আর্থিক উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তুলনামূলকভাবে এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বেশ কিছুটা নিম্নগামী। গত ১৫ মাসের মধ্যে সবথেকে কম বৃদ্ধি হয়েছে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৮% এ। গত বছর এই সময় বৃদ্ধির হার ছিল ৮.২%। বৃদ্ধির হার অনেকটাই পড়ে গেছে বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরও আগামী বছর আবার আর্থিক উন্নতির মধ্যে দিয়ে এই হার স্বাভাবিক হবার সম্ভাবনা দেখতে পাচ্ছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। লোকসভা ভোটের আগে সরকারি ব্যয় অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু তারপরও অর্থনৈতিক বৃদ্ধির হার বেশ ভালোই ছিল। কিন্তু নতুন আর্থিক বছর শুরু হবার পর এবং লোকসভা ভোট শেষ হবার পর প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক পরিস্থিতি অনেকটাই নিচের দিকে নেমে গেছে। যার কারণে অর্থনৈতিক বৃদ্ধির হারও এক ধাক্কায় ৬.৬% নেমে এসেছে। শেষ কয়েক বছরের মধ্যে অর্থনৈতিক বৃদ্ধির হার কখনো এত নিচে নামেনি। কিন্তু তারপরও বিশ্ব ব্যাংক (World Bank) আশার আলো দেখাচ্ছে আবারও আর্থিক উন্নতি হবার।

Advertisements