World Cup Golden Ticket: এবার ক্রিকেট বিশ্বকাপে গোল্ডেন টিকিট! মিলবে গোল্ডেন গোল্ডেন সুবিধা! কারা পাবেন এই টিকিট

Prosun Kanti Das

Published on:

This precious golden ticket is organized by BCCI to pull crowd: ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হল তার টিকিট। সাধারণ টিকিট থেকে শুরু করে VIP টিকিট, প্রতিটি টিকিটের নিজস্ব আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু, সব টিকিটের মধ্যে সবচেয়ে বিশেষ হল গোল্ডেন টিকিট (World Cup Golden Ticket)। এই টিকিট ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে অভিজাত টিকিট, যা শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়। সামনেই বিশ্বকাপ এবং এর জন্য প্রস্তুতি চলছে জোরকদমে।

একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের জন্য। গোল্ডেন টিকিট হলো এর মধ্যে অন্যতম। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, রজনীকান্তের মত ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই গোল্ডেন টিকিট (World Cup Golden Ticket)। নিজে দেখা করে BCCI সচিব জয় শাহ সেই টিকিট তুলে দিচ্ছেন। স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর জন্য এইরকম ব্যবস্থা ।

BCCI-এর পক্ষ থেকে এই গোল্ডেন টিকিটের আয়োজন করা হচ্ছে এবং সমাজের বিশিষ্টদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই টিকিট। এই টিকিটের ফলে কি কি বাড়তি সুবিধা পাবেন সমাজের বিশিষ্টরা? গোল্ডেন টিকিটের ফলে তাঁরা বিশ্বকাপের ৪৮টা ম্যাচে প্রবেশ করতে পারবে। এমনকি ম্যাচের গ্রাউন্ড জিরো থেকে সব জায়গায় প্রবেশ করতে পারবেন। একমাত্র গোল্ডেন টিকিটের (World Cup Golden Ticket) মালিকরাই VIP পরিষেবা পাবেন।

এমনকি সাধারণ সমর্থকরা গোল্ডেন টিকিট (World Cup Golden Ticket) পাওয়ার জন্য যথেষ্ট মরিয়া হয়েছে। গোল্ডেন টিকিট পাওয়ার জন্য নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণকে। গোল্ডেন টিকিট পাওয়া যেন সবথেকে বড় ব্যাপার। ফলে সমর্থকদের একাংশ প্রশ্ন করেছেন কী করে পাওয়া যাবে গোল্ডেন টিকিট? গোল্ডেন টিকিট আসলে সাধারণ জনগণের জন্য নয়, এটি শুধুমাত্র সমাজের বিশিষ্টদের জন্যই বরাদ্দ। BCCI সিদ্ধান্ত নেবে এই গোল্ডেন টিকিটের ব্যাপারে। কোনওভাবে সাধারণ সমর্থকরা এই গোল্ডেন টিকিট কিনতে বা তারজন্য আবেদন করতে পারবেন না।

BCCI কে বহু নিন্দা সম্মুখীন হতে হয়েছে ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি দেরি করে প্রকাশ করার জন্য। বাকি বিশ্বকাপের থেকে এবারের বিশ্বকাপের সূচি অনেক দেরিতে ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে এর আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল। টিকিট বিক্রিতে ছিল অনিয়ম এবং দেরি করে টিকিট বিক্রি করা হয়েছে এবারের বিশ্বকাপের জন্য। ক্রিকেটপ্রেমীদের টিকিট বুকিং করতে গিয়েও সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে গোল্ডেন টিকিটের মধ্যে দিয়ে সেই ক্ষত কিছুটা মেরামত করতে চাইছে BCCI। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC বিশ্বকাপের থিম সং প্রকাশ পেয়েছে গতকাল, যার নাম দিল যশন বোলে। যেখানে রয়েছেন অভিনেতা রণবীর সিং সহ ধনশ্রী বর্মা, গৌরব তানেজা ও একাধিক ইউটিউবার। এছাড়াও ভারতের নতুন জার্সি আনা হয়েছে। যেখানে কিছু পরিবর্তন এনেছে।