World Cup Records: হেরেও হাত ফাঁকা গেল টিম ইন্ডিয়ার! পকেটে এলো এসব রেকর্ড

World cup records made by Indian cricketers: এবারেও হলো না। ঘরের মাঠে এত কাছে এসেও কাপ সেই অধরাই থেকে গেলো। ফাইনালে উঠে হারতে হলো ভারতকে। সারা টুর্নামেন্টে দাপটের সাথে খেলে এসে একটা বাজে ম্যাচ। আর সেটাই ফাইনাল, সেখানেই হার। আর এখানেই শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হেরে, আফগানিস্থানের সাথে হারতে হারতে জিতে গিয়ে ফাইনালে এসেছিল তারা। আর ফাইনালে উঠে কি পারফরম্যান্স টাই না দেখালো তারা? ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই ভারতকে মাত দিয়ে ষষ্ঠ বারের মত ট্রফি নিয়ে গেলো তারা।

অপর দিকে ঘরের মাঠে এক লক্ষ ত্রিশ হাজার দর্শকের সমর্থন পেয়েও রানার্স আপ হয়ে থাকতে হলো ভারতকে। তবে ফাইনালে হেরেও প্রাপ্তির ঝুলিটা ভারতের একেবারে কম নয়। বিসিসিআই-এর ব্যবসায়িক দিকটা বাদ দিলেও খেলোয়াড়ী দিক থেকেও ভারতের অর্জনের তালিকাটা বেশ লম্বা। আর হবে নাই বা কেনো? সারা টুর্নামেন্ট জুড়ে ভারত যেভাবে খেলেছে তাতে ফাইনাল জিতলে তাদের জেতার আর কিছু বাকি থাকতো না।টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক থেকে শুরু করে সর্বোচ্চ উইকেটে শিকারি সবই ভারতের। তাই এক নজরে দেখা নেওয়া যাক যে ফাইনালে হারের পরেও ভারতের ঝুলিতে (World Cup Records) কি কি এলো।

রানার্স আপ প্রাইজ মানি:- ভারত ২০২৩ এর বিশ্বকাপে রানার্স আপ হওয়াতে প্রাইজ মানি হিসাবে পেল ১৬ কোটি টাকা। অপর পক্ষে অস্ট্রেলিয়া পেলো ৩৩কোটি টাকা

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়:- গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। ৭ টি অর্ধশত রান এবং ৩ টি শতরান সহ করেছেন ৭৬৫ রান (World Cup Records)। এছাড়া নেদারল্যান্ডের বিপক্ষে হাত ঘুরিয়ে পেয়েছিলেন একটি উইকেটও। তাই স্বাভাবিক ভাবেই বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সর্বোচ্চ উইকেট শিকারি:- টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেট শিকারি হয়েছেন মহম্মদ শামি। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন তিনি। প্রতিযোগিতা শুরুতে হার্দিক পান্ডিয়া দলে থাকায় তিনি প্রথম এগারোতে সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর দলের কম্বিনেশন ঠিক রাখার জন্য দলে সুযোগ পান শামি। তারপর থেকে মাত্র সাত ম্যাচ খেলেই ২৪টি উইকেট দখল করেছেন তিনি।

সব থেকে বেশি পাঁচ উইকেট:- একটি বিশ্বকাপে সব থেকে বেশি পাঁচবার উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তিনি এই বিশ্বকাপে মোট তিন বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন (World Cup Records)। পাশে বসেছেন মিচেল স্টার্কের।

বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট:- বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারি এখন মহম্মদ শামি। তিনি মাত্র ১৮ টি ম্যাচ খেলে ৫৫ টি উইকেট শিকার করেছেন (World Cup Records)।

বিশ্বকাপের দ্রুততম ৫০ উইকেট শিকারি:- বিশ্বকাপে মাত্র ১৭টি ম্যাচ খেলে 50 টি উইকেট দখল করেছেন মহম্মদ শামি।

এক ম্যাচে সব থেকে বেশি উইকেট শিকারি:- এবারের বিশ্বকাপে এক ম্যাচে সবথেকে ভালো বোলিং ফিগার মহম্মদ শামির। তিনি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৭ রান দিয়ে সাতটি উইকেট দখল করেন।

সর্বোচ্চ রান সংগ্রাহক:- বিশ্বকাপের এক প্রতিযোগিতায় সব থেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। তিনি এই বিশ্বকাপে মোট রান করেছেন ৭৬৫। ভেঙেছেন শচীন তেন্ডুলকারের ২০০৩ এর ৬৭৩ রানের রেকর্ড।

এক আসরে বেশিবার ৫০+ রান:- একটি বিশ্বকাপে সব থেকে বেশি বার ৫০ পেরনো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তিনি মোট ১১টি ম্যাচ খেলে ৯ বার ৫০ বা তার বেশি রান করেছেন (World Cup Records)।

টুর্নামেন্টের সব থেকে বেশি ছয়:- রোহিত শর্মা এই প্রতিযোগিতায় মাত্র ১১ টি ম্যাচ খেলে ৩১টি ছয় মেরেছেন।