World Record of Kholi: শচীনও পারেন নি! অন্যরা তো ধারে কাছে নেই! এবার সেটাই করে দেখালেন কোহলি!

The records that Virat Kohli created while scoring a century against Bangladesh: বিশ্বকাপে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। সেই সাথে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলেন ভারতীয় দল। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে চার বারের দেখায় তিনবারই ভারতে হারিয়েছে বাংলাদেশ। আধা শক্তির ভারতকে ঘরের মাঠে এবং এশিয়া কাপের প্রায় দ্বিতীয় সারির দলকে হারিয়ে মাটিতে পা পড়ছিল না বেঙ্গল টাইগারদের। কিন্তু ফুল পোটেনশিয়াল ভারতীয় দল যে কি হতে পারে তার আন্দাজ এদিন পেয়েছে বাংলাদেশী ক্রিকেট দল। সেই সাথে রান চেজিংয়ের ক্ষেত্রে বিরাট কোহলি (World Record of Kholi) যে কতটা ভয়ঙ্কর তারও নমুনা এদিন আবারও পেশ করেছেন তিনি।

এদিন টসে জিতের প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ২৫৬ রানই করতে পারে। জবাবে ভারত তিন উইকেট হারিয়ে ৪১ ওভার তিন বলের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে যায়। রান চেজ করতে গিয়ে আবারো শতরান হাকান চেজ মাস্টার বিরাট কোহলি। তার পাশাপাশি আজকের শতরান করতে গিয়ে বিরাট কোহলি ভাঙ্গেন একগুচ্ছ এবং তৈরি করেন ততোধিক বিশ্বরেকর্ড (World Record of Kholi)। পরপর দেখা যাক এদিন বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নেমে কি কি রেকর্ডের পাশে নিজের নাম লিখেছেনঃ-

১) একদিনের ক্রিকেটে সচিনের পর দ্বিতীয় সর্বোচ্চ শতরান (৪৮) করলেন ভিরাট কোহলি। এক্ষেত্রে ভাঙলেন নিজেরই রেকর্ড। একদিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরান সচিন তেন্ডুলকরের (৪৯)।

২) মাহেলা জয়াবর্ধনেকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের তালিকায় বিশ্বের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানে (World Record of Kholi) পরিণত হলেন কোহলি (২৬০২৬ রান)। টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে এদিন ২৬ হাজার রানের গণ্ডি টপকে যান বিরাট। তার আগে রয়েছেন যথাক্রমে সচিন তেন্ডুলকর (৩৪৩৫৭ রান), কুমার সাঙ্গাকারা (২৮০১৬ রান) ও রিকি পন্টিং (২৭৪৮৩)।

৩) সবথেকে দ্রুত ২৬ হাজার রানের গণ্ডি টপকালেন বিরাট। কোহলি এই রান করতে গিয়ে মোট ৫৬৭টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। এক্ষেত্রেও তিনি ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন তেন্ডুলকর ২৬ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে ৬০১টি ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন।

৪) বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক শতরান। গত কালের শতরান সমেত তিনি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই তে ৫ টি শতরান করলেন। তিনি আর সঙ্গকারা একই স্থানে রয়েছেন। তবে সঙ্গকারা যেখানে ৫টি শতরান করতে ২৮টি ইনিংস ব্যাট করেছেন, সেখানে বিরাট কোহলি নিলেন মাত্র ১৬টি ইনিংস।