বন্দে ভারতের মুকুটে জুড়ল আরও এক পালক, যা বিশ্বের কোন ট্রেনে নেই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড। ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। কেন্দ্রীয় তরফ থেকে বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে ভারতীয় রেলকে দিন দিন উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এই উচ্চতার ফল হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার এই ট্রেনের মুকুটে জুড়ল আরও এক পালক, যা বিশ্বের আর কোন ট্রেনে নেই।

Advertisements

এবার ট্র্যাকে নামতে চলেছে হাই রাইজ (High-rise) বন্দে ভারত এক্সপ্রেস। হাই রাইজ বন্দে ভারত এক্সপ্রেস নামটি একেবারেই অপরিচিত। আসলে সুউচ্চ প্যান্টোগ্রাফ (Pantograph) নিয়ে এবার ট্র্যাকে নামতে চলেছে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস। নতুন যে বন্দে ভারত এক্সপ্রেসটি ট্র্যাকে নামতে চলেছে তার উচ্চতা এতটাই বেশি যে বিশ্বের কোন ট্রেনে এমন সুউচ্চ প্যানটোগ্রাফ নেই।

Advertisements

৭.২ মিটার উচ্চতা বিশিষ্ট এই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান ইতিমধ্যেই হয়েছে দিল্লি জয়পুর রুটে। এপ্রিলের প্রথম সপ্তাহেই বাণিজ্যিকভাবে এই ট্রেনটি চলাচল শুরু করবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সেই ট্রেনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisements

সাধারণ লোকোমোটিভ প্যানটোগ্রাফের উচ্চতা হয়ে থেকে দু’মিটার। যদিও ট্রেনের গতিবেগের উপর নির্ভর করে প্যানটোগ্রাফের উচ্চতা হয়ে থাকে ৬.২ মিটার পর্যন্ত। কিন্তু দিল্লি জয়পুর রুটে যে বন্দে ভারত এক্সপ্রেসটি চলাচল করবে তার প্যানটোগ্রাফের উচ্চতা হবে ৭.২ মিটার। এত উঁচু প্যানটোগ্রাফ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে।

প্যানটোগ্রাফের উচ্চতা বেশি হলে ট্রেনের গতিবেগ যতই বৃদ্ধি হোক না কেন তাতে কোন সমস্যা হয় না। নতুন যে বন্দে ভারত ট্রেনটিতে এমন সুউচ্চ প্যানটোগ্রাফ থাকছে তাতে একটি কোচ অন্তর অন্তর থাকবে বলে জানা গিয়েছে রেল সূত্রে।

Advertisements